• শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুইবার ‘বাবা’ বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজার হাসপাতালগুলো ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’: ডব্লিউএইচও প্রধান,,,,দৈনিক ক্রাইম বাংলা উপদেষ্টা পরিষদে দুই অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন,,,,দৈনিক ক্রাইম বাংলা সেপ্টেম্বরের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৭ কোটি ডলার,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হলে ‘ফ্যাসিবাদের জন্ম’ হবে: জামায়াত সেক্রেটারির,,,,,দৈনিক ক্রাইম বাংলা একুশে বইমেলা এবার ডিসেম্বরে শুরু,,,,,দৈনিক ক্রাইম বাংলা আসন্ন দুর্গাপূজা সামনে রেখে পার্শ্ববর্তী দেশ অপপ্রচার চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা,,,দৈনিক ক্রাইম বাংলা শুভ মহালয়া রোববার, ছুটি নিয়ে যা জানা গেল,,,,,,দৈনিক ক্রাইম বাংলা পৃথক হলো দেওয়ানি ও ফৌজদারি আদালত, বাড়বে মামলার গতি,,,,,দৈনিক ক্রাইম বাংলা আলোচনা চলাকালীন ইসলামী দলগুলোর কর্মসূচি ‘অহেতুক চাপ’: ফখরুল,,,,,দৈনিক ক্রাইম বাংলা

সিসা দূষণ প্রতিরোধে কুয়াকাটায় সচেতনতামূলক র‍্যালি,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৩৩ পঠিত
আপডেট: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। সিসা দূষণ প্রতিরোধে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় সচেতনতামূলক র‍্যালি ও মানববন্ধন করা হয়েছে। আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে শনিবার দুপুুরে ইয়ুথ নেট গেøাবাল ও পিওর আর্থ বাংলাদেশ এ কর্মসূচির আয়োজন করে। এতে আগত পর্যটক, শিক্ষক, শিক্ষার্থী, ট্যুরিস্ট পুলিশ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
আয়োজকরা বলেন, সিসা একটি বিষাক্ত ভারী ধাতু যা সকলের জন্যই ক্ষতিকর। বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের জন্য। সিসা শিশুর মস্তিস্ক ধ্বংস করে ফলে, শিশুর বুদ্ধিমত্তা কমে যায়, পড়ালেখায় পিছিয়ে পরে, শারীরিকভাবে বেড়ে ওঠায় বাধাসহ নানান সমস্যা দেখা দেয়। বাংলাদেশে প্রায় ৩ কোটি ৬০ লাখ শিশু অর্থাৎ প্রায় ৬০ শতাংশ শিশু সিসা বিষক্রিয়ায় আক্রান্ত। আমরা প্রতিদিন ব্যবহার করি এমন অনেক জিনিসপত্রে অ্যালুমিনিয়াম ও সিরামিকের বাসনপত্র, দেয়াল রং, বাচ্চাদের খেলনা ইত্যাদিতে সিসা মেশানো থাকতে পারে। এছাড়াও অনিরাপদে, খোলা জায়গায় সিসা-অ্যাসিড ব্যাটারি ভাঙ্গা ও সিসা গলানোর রিসাইক্লিং কারখানা থেকে সিসা দূষণ ছড়ায়। ২০শে অক্টোবর থেকে ২৬শে অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে ইয়ুথ নেট গেøাবালের জেলা সমন্বয়ক মো.জাহিদুল ইসলাম সিসা প্রতিরোধে ৫ টি দাবি তুলে ধরেন। দাবি গুলো হলো-ভোগ্যপণ্য ও নিত্য ব্যবহৃত পণ্যে (যে মন অ্যালমুনিয়ামের রান্নার বাসনপত্র, দেয়ালের রং, শিশুদের খেলনা) সিসার মিশ্রণ বন্ধ করা, পণ্যের নিরাপদ মানদন্ত ও কঠোর মনিটরিং নিশ্চিত করা, দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা অনিরাপদ সিসা অ্যাসিড ব্যাটারি কারখানা বন্ধ বা রূপান্তর করে নিরাপদ রিসাইক্লিং ব্যবস্থা গড়ে তোলা, অবৈধ সিসা ব্যাটারি কারখানার কারণে দূষিত এলাকাগুলো চিহ্নিত করে মনিটরিং ব্যবস্থা চালু করা এবং সিসা দূষিত অঞ্চল গুলো পরিষ্কার করা, সিসা দষূণ প্রতিরোধে বিদ্যমান আইন পর্যালোচনা ও প্রয়োজনে নতুন আইন প্রণয়ন এবং জনসচেতনতা বদ্ধিৃর মাধ্যমে স্বাস্থ্য ও পরিবেশ রক্ষা করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ