• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

কক্সবাজার ১ম সোতোকান কারাতে চ্যাম্পিয়নশীপ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৭৯ পঠিত
আপডেট: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন ।।
কক্সবাজার জেলা ১ম সোতোকান কারাতে চ্যাম্পিয়নশীপ সম্পন্ন হয়েছে। উক্ত চ্যাম্পিয়নশীপের আয়োজক সোতোকান কারাতে-দো-এসোসিয়েশন। ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা এবং সহযোগিতায় ছিলেন সোতোকান কারাতে-দো-এসোসিয়েশন (কিউকাই)।
গতকাল বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম সংলগ্ন ইনডোর স্টেডিয়ামে দিনব্যাপি আয়োজনে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন কক্সবাজার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জয় কারাতে একাডেমির উপদেষ্টা রাশেদ মোহাম্মদ আলী।
সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মাইন উদ্দিন মিলকি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি অনুপ বড়ুয়া অপু, জয় কারাতে একাডেমির উপদেষ্টা এডভোকেট গোলাম ফারুক খান কায়সার, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য, জয় কারাতে একাডেমির সভাপতি ও সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুল।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোচ ও রেফারি সেনসি এবি রনি।
সম্মানিত অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য রতন দাশ, জয় কারাতে একাডেমির উপদেষ্টা আনোয়ার কামাল, কক্সবাজার জেলা অল মার্শাল আর্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক শেখ সেলিম, জয় কারাতে একাডেমির সিনিয়র সহ সভাপতি আবছার কামাল, জিয়া স্মৃতি সংসদ সভাপতি সরওয়ার রোমন, হাইকারি কারাতে ক্লাব উপদেষ্টা সাইমুন আমিন ও হাইকারি কারাতে ক্লাব কক্সবাজার সভাপতি সুজন কল্যাণ বড়ুয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোতোকান কারাতে-দো-এসোসিয়েশন কক্সবাজার জেলা সভাপতি জয়দেব পাল (জয়)।
অনুষ্ঠান পরিচালনা করেন সোতোকান কারাতে-দো এসোসিয়েশন কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ইমাম হোসেন ও সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ সোহাগ।
খেলায় রেফারির দায়িত্ব  পালন করেন, সেনসি এবি রনি, মাঈনুল হোসেন, ছোটন চাকমা, নুর মোহাম্মদ  রকি, জনি বড়ুয়া, সৈয়দুল আলম, মিনহাজ ও মোহাম্মদ  আরিফ রেজা।

১ম বারের মতো উক্ত চ্যাম্পিয়নশীপে ১৫টি গোল্ড পেয়ে ব্রাক ফাইটার কারাতে ক্লাব ১ম  ৯টি গোল্ড পেয়ে হাইকারী কারাতে একাডেমি  ৩য় নির্বাচিত হয়েছেন।  অনুষ্ঠানে  তাদের ট্রপি মেডেল ও বিভিন্ন  সম্মাননা পুরষ্কার  প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ