• বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় প্রায় ৫ কোটি টাকার সৈকত সড়ক সমুদ্র গর্ভে বিলীন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু/দৈনিক ক্রাইম বাংলা।। শ্রীহীন হয়ে পড়েছে কুয়াকাটা।সমুদ্রে বিলীন হচ্ছে দৃষ্টিনন্দন ও দর্শনীয় স্থান গুলো/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কেঁচো সার উৎপাদন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলার লালমোহনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন পৌর বিএনপির উদ্দ্যাগে লিফলেট বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।।

কক্সবাজার ১ম সোতোকান কারাতে চ্যাম্পিয়নশীপ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৫৬ পঠিত
আপডেট: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪


মোহাম্মদ আমিন উল্লাহ আমিন ।।
কক্সবাজার জেলা ১ম সোতোকান কারাতে চ্যাম্পিয়নশীপ সম্পন্ন হয়েছে। উক্ত চ্যাম্পিয়নশীপের আয়োজক সোতোকান কারাতে-দো-এসোসিয়েশন। ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা এবং সহযোগিতায় ছিলেন সোতোকান কারাতে-দো-এসোসিয়েশন (কিউকাই)।
গতকাল বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম সংলগ্ন ইনডোর স্টেডিয়ামে দিনব্যাপি আয়োজনে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন কক্সবাজার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জয় কারাতে একাডেমির উপদেষ্টা রাশেদ মোহাম্মদ আলী।
সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মাইন উদ্দিন মিলকি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি অনুপ বড়ুয়া অপু, জয় কারাতে একাডেমির উপদেষ্টা এডভোকেট গোলাম ফারুক খান কায়সার, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য, জয় কারাতে একাডেমির সভাপতি ও সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুল।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোচ ও রেফারি সেনসি এবি রনি।
সম্মানিত অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য রতন দাশ, জয় কারাতে একাডেমির উপদেষ্টা আনোয়ার কামাল, কক্সবাজার জেলা অল মার্শাল আর্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক শেখ সেলিম, জয় কারাতে একাডেমির সিনিয়র সহ সভাপতি আবছার কামাল, জিয়া স্মৃতি সংসদ সভাপতি সরওয়ার রোমন, হাইকারি কারাতে ক্লাব উপদেষ্টা সাইমুন আমিন ও হাইকারি কারাতে ক্লাব কক্সবাজার সভাপতি সুজন কল্যাণ বড়ুয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোতোকান কারাতে-দো-এসোসিয়েশন কক্সবাজার জেলা সভাপতি জয়দেব পাল (জয়)।
অনুষ্ঠান পরিচালনা করেন সোতোকান কারাতে-দো এসোসিয়েশন কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ইমাম হোসেন ও সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ সোহাগ।
খেলায় রেফারির দায়িত্ব  পালন করেন, সেনসি এবি রনি, মাঈনুল হোসেন, ছোটন চাকমা, নুর মোহাম্মদ  রকি, জনি বড়ুয়া, সৈয়দুল আলম, মিনহাজ ও মোহাম্মদ  আরিফ রেজা।

১ম বারের মতো উক্ত চ্যাম্পিয়নশীপে ১৫টি গোল্ড পেয়ে ব্রাক ফাইটার কারাতে ক্লাব ১ম  ৯টি গোল্ড পেয়ে হাইকারী কারাতে একাডেমি  ৩য় নির্বাচিত হয়েছেন।  অনুষ্ঠানে  তাদের ট্রপি মেডেল ও বিভিন্ন  সম্মাননা পুরষ্কার  প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ