
এম জাফরান হারুন।।
পটুয়াখালীর বাউফলে উপজেলা মৎস্যজীবি দলের ও পৌর মৎস্যজীবি দলের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মোঃ মোশাররফ হোসেন খান লিটন এর সভাপতিত্বে সাবেক এমপি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহিদুল আলম তালুকদারের বাসভবন হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহিদুল আলম তালুকদার মরহুমা নেতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন স্মরণ করে বলেন, দেশের উন্নয়নে ও গণতন্ত্র রক্ষায় তাঁর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর মৎস্যজীবি দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও বাউফলের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মৎস্যজীবি দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ এই দোয়া মিলাদে শরিক হন।
আলোচনা সভা শেষে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় ওলামায়ে কেরামগণ। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।
দোয়া শেষে তোবারক বিতরণ করা হয়।