• বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিংলা বালুকা ছালেহিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ–২০২৫ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভারতের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়,,, জামায়াতের নেতাকর্মীরা প্রতিশোধ নেয়নি—মিরপুরে সমাবেশে জামায়াত আমির,,, আ. লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না—আবারও উল্লেখ করলেন প্রধান উপদেষ্টা,,, আবারও স্বর্ণের দাম কমলো বিশ্ববাজারে,, আনসারের জন্য ১৭ হাজার শটগান কেনার অনুমোদন: অর্থ উপদেষ্টা,,, রাজধানীতে প্রতি মাসে গড়ে ২০টি হত্যা: ডিএমপি,,, দণ্ডিতদের বক্তব্য প্রচারে কঠোর ব্যবস্থা নেবে সরকার,,, মান্দা ফেরিঘাটে ধানের শীষের গণমিছিল–ডা. ইকরামুল বারী টিপুর প্রতি আস্থা জানাল স্থানীয় জনতা/দৈনিক ক্রাইম বাংলা।। হাসিনার মৃত্যুদণ্ডের রায়: ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ,,,

বন্ধ হচ্ছে না প্রথম ডোজ, আগের মতোই চলবে টিকা কার্যক্রম/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩০৩ পঠিত
আপডেট: শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার বন্ধ হচ্ছে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা প্রদান। দেশে আগের মতোই করোনাভাইরাস টিকার প্রথম ডোজের কার্যক্রম চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আগের মতোই দেশে টিকার প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম চলবে।
শনিবার বিকালে কোভিড-১৯ ভ্যাকসিনেশন (গণটিকা) পরবর্তী করণীয় বিষয়ক ভার্চুয়াল মিটিংয়ে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, দেশে টিকার কোনও কমতি নেই। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, আজকের পরও টিকার প্রথম দ্বিতীয় ও বুস্টার ডোজ চলমান থাকবে। সব ধরনের টিকার কার্যক্রম বজায় থাকবে।
স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া বলেন, ভ্যাকসিন নিতে মানুষের বাধভাঙা উল্লাস দেখা যাচ্ছে। আমাদের ক্যাম্পেইন সফল। হেলথের বিভিন্ন পর্যায়ের এক লাখ কর্মকর্তা আন্তরিকভাবে কাজ করেছে। শতভাগ মানুষকে ভ্যাকসিন দিতে গণটিকা আরও দুদিন বাড়ানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সারাদেশে এক কোটি টিকা দেওয়ার কার্যক্রম শুরু করেছি। যা শান্তিপূর্ণ ভাবে হচ্ছে। বিপুল সংখ্যক লোক টিকাকেন্দ্রে উপস্থিত। আমাদের ধারণার বাইরে বেশি লোক টিকা নিতে এসেছে। কোথাও কোন অভিযোগ পাইনি। আমাদের দেশের মানুষ টিকাবান্ধব। এক কোটি টিকা দেওয়ার টার্গেট নিয়েছি, তবে আমাদের ধারণা  এক কোটি ছাড়িয়ে যাবে।
মন্ত্রী বলেন, আজকের ক্যাম্পেইন আরও দুদিন চলবে। পর্যাপ্ত টিকা মজুত আছে। ফার্স্ট, সেকেন্ড ও বুস্টার ডোজ চলবে।
তিনি বলেন,  টিকা দেওয়ার সংখ্যার দিকে বাংলাদেশ পৃথিবীর দুইশ দেশের মধ্যে ১০ নম্বরে রয়েছে। টিকাদানে আমাদের পেছনে আছে রাশিয়া, ফ্রান্স, জার্মানির মতো বড় বড় দেশ। এ পর্যন্ত ১১ কোটি টিকা প্রথম ডোজ দিয়েছি। আজ এক কোটি দেওয়া হলে ১২ কোটি দেওয়া হবে। ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার ডব্লিউএইচও এর নির্দেশনা ছাড়িয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ