এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী।।
পটুয়াখালীর বাউফলে পরিবহনের সময় একটি ট্রলার থেকে ১৫ মন ঝাটকা ইলিশ জব্দ করেছে মৎস্য দপ্তর ও নৌ পুলিশের যৌথ টিম। ওই সময় ৮ জেলেকে আটক করা হয়।
রবিবার (৮ জানুয়ারি) সকালের দিকে তেঁতুলিয়া নদীর লাল চর পয়েন্ট থেকে ওই মাছ জব্দ এবং জেলেদের আটক করা হয়। আটককৃতরা হলেন মো. জাফর (৩০), জামাল উদ্দিন (৩৫), জামাল হাওলাদার (২৮), রাজু গাজী (২০), মো. মহাসিন (১৮), মো. পারভেজ (১৮), মো. শামীম (১৮) ও মো. বাসেদ (৫৫)। আটককৃত সকলেই ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার বাসিন্দা।
কালাইয়া নৌ ফাড়ির ইনচার্জ লুৎফর রহমান জানান, শনিবার রাতে অবৈধ জাল ও ঝাটকা বিরোধী অভিযানে নামে নৌ পুলিশ ও মৎস্য দপ্তরের যৌথ টিম। রোববার সকালে তাদের আটক করে ফাড়িতে নিয়ে আসা হলে দুপুর ১২টায় ফাড়ির সামনে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট বায়জেদুর রহমান আটক জেলেদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন। ওই সময় জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিম খানা ও অস্চ্ছল পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হয়।