• শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আমরা কলাপাড়াবাসী সংগঠনের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা,,,,,দৈনিক ক্রাইম বাংলা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা গৃহকর্মে নিয়োজিত শিশুরা : নীতিমালার কাগজে অধিকার, বাস্তবে বন্দী শৈশব,,,,,দৈনিক ক্রাইম বাংলা ভোলার নদী গুলোর মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজায় আবারও পাঠানো হচ্ছে ত্রাণবাহী নৌযান: ঘোষণা ফ্লোটিলার,,, দৈনিক ক্রাইম বাংলা আ. লীগের শাসনামলে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়: অ্যাটর্নি জেনারেল,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।।

চোরাই ড্রেজার মেশিন উদ্ধার হলো সাবেক ছাত্র নেতার বাড়ি থেকে, ছাত্রলীগ সম্পাদক ও আসামি/দৈনিক ক্রাইম বাংলা।

কামাল মিয়া / ১৯০ পঠিত
আপডেট: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

মোঃকামাল মিয়াঃপটুয়াখালীর কলাপাড়া পায়রা বন্দর থেকে চুরি হওয়া ২২ লাখ টাকার ড্রেজার মেশিন উদ্ধার হলো বরগুনার তালতলীর সাবেক ছাত্র লীগ নেতা তানভীর হোসেন এর বাড়ির পুকুর থেকে। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ কয়েকজন জড়িত বলে জানান পুলিশ।

বৃহস্পতিবার(১৩ জুলাই) বিকালে উপজেলার তালুকদার পাড়া এলাকার ঐ যুবলীগ নেতার বাড়ির পুকুর থেকে ড্রেজার মেশিনের টুকরো টুকরো অংশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় কলাপাড়া থানায় ৮ জনের নাম উল্লেখ করে ও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা হয়েছে।

মামলায় আসামী হলো, বড়বগী ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি ও যুবলীগ পদ প্রত্যাশী তানভীর হোসেন জয়, উপজেলা ছাত্রলীগ সংগঠনিক সম্পাদক ও কড়ইবাড়িয়া ইউনিয়নের যুবলীগ নেতা নাজমুলকে আসামী করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে বাকিদের নাম প্রকাশ করবেন না পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলার কলাপাড়া পায়রা বন্দর থেকে গত ১০ জুলাই ২২ লাখ টাকা মূল্যের একটি ইয়া মোহাম্মাদ নামের ড্রেজার চুরি হয়। ঐ ড্রেজারের মালিক খান মো. রাশেদ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ১১ জুলাই কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে গত কাল খোঁজ পাওয়া যায় তালতলী উপজেলার চড়পাড়া গাজির খেয়াঘাটের পূর্ব দিকে কিছু লোক ড্রেজারটি নিয়ে আসছে। কলাপাড়া থানার পুলিশ ড্রেজারের সন্ধান পেয়ে উদ্ধার করতে আসেন। তবে ড্রেজারটি টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছে ও বিভিন্ন অংশ বিক্রী এবং পুকুর ও ডোবায় রাখা হয়েছে। এ ঘটনায় ১২ জুলাই কলাপাড়া থানায় মামলা হলে পুলিশ বাকি মালামাল উদ্ধারের জন্য বিকালে যুবলীগ নেতা তানভীর হোসেন জয়ের বাড়ির বিভিন্ন পুকুর ডোবায় অভিযান চালিয়ে বড় একটি ইঞ্জিন ও যন্ত্রাংশ উদ্ধার করেন।

এবিষয়ে যুবলীগ নেতা তানভীর ও ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদ আরিফের ফোনে একাধিকবার কল দেওয়া হলেও ফোন নম্বার বন্ধ পাওয়া যায়। তবে তাদের পরিবারের দাবী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন তারা।

ইয়া মোহাম্মাদ নামের ড্রেজারের মালিক খান মো. রাশেদ বলেন, আমার ২২ লাখ টাকার চুরি হওয়া ড্রেজারের বিভিন্ন স্থান থেকে টুকরো টুকরো করে কেটে ফেলা অংশ উদ্ধার করা হয়েছে। এখনো দুইটি বড় ইঞ্জিন উদ্ধার হয়নি। তাছাড়া অনেক মালামাল উদ্ধার হয়নি। আমার জীবনের এই ছিলো সম্বল। সেটুকু আজ এই অবস্থা। এই বলতে বলতে কেঁদে দেন তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক মো. হুমায়ন বলেন, মামলা হওয়ার পরে যুবলীগ নেতার বাড়ির পুকুর ও ডোবা থেকে ড্রেজারের বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় যুবলীগ নেতা তানভীর ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন এবং আরেক যুবলীগ নেতা নাজমুলের নামসহ উল্লেখ করে কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে। বাকি আসামীদের নাম তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না।

এবিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম খান বলেন, যেহেতু মালামাল আমার থানার ভেতরে উদ্ধার হয়েছে সেজন্য সকল সহযোগিতা করা হয়েছে কলাপাড়া পুলিশকে। মামলাটি তদন্ত করবেন কলাপাড়া থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ