মোঃ মিঠু সরদার,তালতলী (বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে সরকারি চলাচলের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ২৫ জুলাই সকাল১০টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি)অমিত দত্ত এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় ভূমি অফিসের পশ্চিম পাশে খালে নামার জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
স্থানীয়রা জানান তালতলী বাজারের ৮ টি চলাচলের যায়গা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন স্থানীয় প্রভাবশালীরা। এখান থেকে ভাসানী দোকানীরা ট্রলারের মালামাল উঠানামা করতো বিভিন্ন কৌশলে এই যায়গা গুলো দখল হয়ে যায়। এই বাজারে বড় কোন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পানি নিতে কষ্ট হতো ফায়ার সার্ভিসের লোকজন দের। আমরা আশা করছি বাকি ৭ টি চলাচলের সড়ক উদ্ধার করবে প্রশাসন।
এ বিষয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
অমিত দত্ত বলেন,সরকারি জায়গা উদ্ধারে আমাদের এ অভিযান চলমান থাকবে। নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এখানে অভিযান চালানো হয়েছে।
এ সময় তালতলী বাজারের বিভিন্ন ব্যবসায়ী সাংবাদিক ও থানা পুলিশ ও সদস্যরা উপস্থিত ছিলেন।