মোঃ মিঠু সরদার,তালতলী (বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার তালতলী উপজেলায় অভিযান চালিয়ে বিএনপির ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপি নেতাদের অভিযোগ প্রতিষ্ঠা বাষিকীর কর্মসূচি পন্ড করার জন্য নেতাকর্মীদের হয়রানি মুলক গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগষ্ট) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন-গাজী মনির হোসেন (৪০), রাজা হাওলাদার(৪০),জাহাঙ্গীর হোসেন (৪৭) বৃহস্পতিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
তালতলী থানা পুলিশ জানান, তালতলীতে বিভিন্ন সময় বিএনপির নেতাকর্মীরা নামে হামলা-ভাঙচুর মামলা হয়েছে। গতরাতে সেসব মামলার তিনজন আসামীক গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন তালতলী উপজেলা বিএনপির সদস্য, একজন ইউনিয়ন বিএনপির সভাপতি ও যুবদলের কর্মী রয়েছে ।
তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে বাসায় বাসায় তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে বানচাল করার জন্যই পুলিশ তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গত রাতে অভিযান চালিয়ে বিএনপি ও যুবদলের তিন নেতাকর্মীকে পুরানো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির অভিযোগ ঠিক না।