• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভারতের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়,,, জামায়াতের নেতাকর্মীরা প্রতিশোধ নেয়নি—মিরপুরে সমাবেশে জামায়াত আমির,,, আ. লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না—আবারও উল্লেখ করলেন প্রধান উপদেষ্টা,,, আবারও স্বর্ণের দাম কমলো বিশ্ববাজারে,, আনসারের জন্য ১৭ হাজার শটগান কেনার অনুমোদন: অর্থ উপদেষ্টা,,, রাজধানীতে প্রতি মাসে গড়ে ২০টি হত্যা: ডিএমপি,,, দণ্ডিতদের বক্তব্য প্রচারে কঠোর ব্যবস্থা নেবে সরকার,,, মান্দা ফেরিঘাটে ধানের শীষের গণমিছিল–ডা. ইকরামুল বারী টিপুর প্রতি আস্থা জানাল স্থানীয় জনতা/দৈনিক ক্রাইম বাংলা।। হাসিনার মৃত্যুদণ্ডের রায়: ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ,,, মানবতাবিরোধী অপরাধে রায়: শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড,,,,

মহিপুর আলিপুর মৎস্য আড়ৎদার ব্যবসায়ী সমিতির মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৮৬ পঠিত
আপডেট: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ ছগির খান, মহিপুর।।

পটুয়াখালীর বৃহত্তর মৎস্য বন্দর মহিপুর ও আলিপুরে প্রবেশ পথ শিববাড়িয়া নদী নৌযান চলাচলের অনুপোযোগী হওয়ায় মহিপুর আলিপুর মৎস্য আড়ৎদার ব্যবসায়ী সমিতির মানববন্ধন।

বাংলাদেশের মোট ইলিশ আহরনের প্রায় শতকরা শত্তর শতাংশ আহরণ হয় মহিপুর আলিপুর মৎস্য বন্দরে, এই বন্দরের প্রবেশ মুখে বৃহত্তর একটি চর পরেছে যে করনে দিনদিন ঐতিহ্যবাহী এই বন্দরে প্রবেশ করার একমাত্র শিববাড়িয়া নদীটি এখন প্রায় নৌযান চলাচলের অনুপোযোগী। আড়ৎদার মালিক সমিতি ও বোট মালিকদের দীর্ঘদিনের দাবি মহিপুর আলিপুর মৎস্য বন্দরের একমাত্র প্রবেশ পথ এই নদীটি দ্রুত খনন না করা হলে, বেকার হতে পারে প্রায় অর্ধলক্ষ জেলে ও ব্যাবসায়ীরা এবং সরকার হারাবে কোটি কোটি টাকার রাজস্ব। তাই অনতিবিলম্বে এই নদীটি খনন করা উচিত বলে মনে করেন এলাকার জনসাধারণ। মানববন্ধনে অংশগ্রহণকারী মহিপুর আলিপুর মৎস্য বন্দর ব্যাবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব দিদার উদ্দিন মাসুম বেপারীর সাথে কথা বললে তিনি জানান আমরা আড়ৎদার এবং প্রায় পঞ্চাশ হাজার মানুষের একমাত্র আয়ের পথ এই মৎস্য ব্যবসা, সরকার দ্রুত নদী খননের উদ্যোগ না নিলে আমরা বেকার হব এবং ভেঙে পড়তে পারে সরকারের এই বৃহৎ মৎস্য খাত। সৌরভ এন্টারপ্রাইজের মালিক আড়ৎদার মো: শাহরিয়ার সুমন হাওলাদারের সাথে কথা বললে তিনি জানান জেলেদের জন্য সরকারের যে মহৎ উদ্যোগ এতে আমরা ও সাধারণ জেলেরা সন্তুষ্ট, তবে এই সময় উপযোগী নদী খননের উদ্যোগ নেয়া না হলে ভেঙে পড়তে পারে সরকারের এই বৃহৎ মৎস্য খাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ