• শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নানা আয়োজনের মধ্য দিয়ে দশমিনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন/দৈনিক ক্রাইম বাংলা।। কমলনগরে জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় সাড়ে চার কিলোমিটার বাঁধ বিধ্বস্ত দশায় ।। ১২ গ্রামের কৃষক ফসলহানির শঙ্কায়/দৈনিক ক্রাইম বাংলা।। বঙ্গপসাগরে ট্রলার ডুবিতে ক্ষতিগ্রস্থ ২৪ জেলে পরিবার পেল ত্রান সহায়তা/দৈনিক ক্রাইম বাংলা।। বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বোরহানউদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি/দৈনিক ক্রাইম বাংলা।। সাদাপাথর লুটপাটে দুদকের প্রকাশ্য অনুসন্ধান শুরু,,,দৈনিক ক্রাইম বাংলা ভোটারপিছু ১০ টাকা খরচ করতে পারবেন প্রার্থী, ইসির প্রস্তাব,,,, দৈনিক ক্রাইম বাংলা রোহিঙ্গা সংকট সমাধানে চীন–আসিয়ানকে নিয়ে সম্মেলনের প্রস্তাব,,,,,দৈনিক ক্রাইম বাংলা একীভূত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’,,,,,দৈনিক ক্রাইম বাংলা অর্থ পাচার ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার,,,,দৈনিক ক্রাইম বাংলা

মরন ব্যাধি রোগ থেকে বাঁচতে চান মনির/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ১৬৯ পঠিত
আপডেট: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

মরন ব্যাধি রোগ থেকে বাঁচতে চান মনির। ঘাতক ব্যাঁধি গ্যাংগ্রিন বাসা বেঁধেছে তার শরীরে। গ্রাস করেছে পা,
ডাক্তার জানিয়েছে পা দুটো কেটে না ফেললে জীবন সংশয়ের সম্ভাবনা রয়েছে। চিকিৎসা করাতে গিয়ে শেষ করেছে সহায় সম্বল। হারিয়েছে চলাচলের সক্ষমতা।
অসহ্য যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছে অবিরত। তাই মনির কে বাঁচাতে এগিয়ে আসার আহব্বান বিত্তবানদের।
খোঁজ নিয়ে জানযায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রামে দিন মজুর মনির হাওলাদার (৪০) বসবাস করেন। তিন সন্তানের জনক তিনি।স্ত্রী পুত্র নিয়ে ভালোই কাটছিলো তাদের সংসার। গত ১ বছর আগ থেকে তার জীবনে ঘোর অন্ধকার নেমে আসে। দুই পায়ে চুলকানি শুরু হয়। প্রথমে স্থানীয় ডাক্তার, এরপর কলাপাড়া, পটুয়াখালী ও বরিশালের ডাক্তার দেখানোর পরে সর্বশেষ ঢাকায় দেখানো হয়। ডাক্তারের পরামর্শ মত সকল ওষুধ খাওয়ানোর পরও পা ভাল হচ্ছেনা। ধীরে ধীরে চামড়া উঠে যাচ্ছে।এখন অসহ্য যন্ত্রনা নিয়ে দিন পার করছে। এরই মধ্যে পায়ে পঁচন ধরেছে। খসে গিয়েছে কয়েকটি আঙুল। ডাক্তার বলছেন যত দ্রুত সম্ভব পা দুটো কেটে ফেলতে হবে। অন্যথায় জীবন সংসয়ের সম্ভাবনা রয়েছে। কান্না জরিত কন্ঠে মনির জানায়, অসুস্থ হওয়ার পর থেকে তার রোজগার বন্ধ হয়ে গিয়েছে। সহায় সম্বল যা কিছু ছিল সবকিছু চিকিৎসার পিছনে শেষ করছে। বর্তমানে তিনি একেবারে সর্ব শান্ত। চিকিৎসার ব্যায় মেটানো তার পক্ষে সম্ভব নয়। নিরুপায় হয়ে চিকিৎসার খরচ জোগাতে মানুষের দ্বারে হাত
পেতেছেন। মনিরের স্ত্রীর সাথে কথা বলে জানা যায়, সে নীলগঞ্জে তার দুঃসর্ম্পকের আত্মীয়ের বাড়িতে স্বামীকে নিয়ে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছে। মনির অসুস্থ হওয়ার পর থেকে আয়ের পথ বন্ধ হওয়ায় তারা অতি কষ্টে দিন পার করছে। তার চিকিৎসা করাতে গিয়ে সব শেষ এখন শুধুমাত্র বাড়িটা ছাড়া আর কিছুই নাই। তিনি বলেন, দশ দুয়ারে হাত পেতেছি সকলের সহযোগীতায় স্বামী যদি সুস্থ হয়। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন বলেন, আহত মনিরের জন্য সহায়তা চেয়ে একটি আবেদন করতে হবে। পরে তিনি ব্যাক্তিগত এবং উপজেলা
প্রশাসনের পক্ষ থেকে মনিরকে সহায়তা করবেন বলে আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ