• শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নানা আয়োজনের মধ্য দিয়ে দশমিনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন/দৈনিক ক্রাইম বাংলা।। কমলনগরে জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় সাড়ে চার কিলোমিটার বাঁধ বিধ্বস্ত দশায় ।। ১২ গ্রামের কৃষক ফসলহানির শঙ্কায়/দৈনিক ক্রাইম বাংলা।। বঙ্গপসাগরে ট্রলার ডুবিতে ক্ষতিগ্রস্থ ২৪ জেলে পরিবার পেল ত্রান সহায়তা/দৈনিক ক্রাইম বাংলা।। বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বোরহানউদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি/দৈনিক ক্রাইম বাংলা।। সাদাপাথর লুটপাটে দুদকের প্রকাশ্য অনুসন্ধান শুরু,,,দৈনিক ক্রাইম বাংলা ভোটারপিছু ১০ টাকা খরচ করতে পারবেন প্রার্থী, ইসির প্রস্তাব,,,, দৈনিক ক্রাইম বাংলা রোহিঙ্গা সংকট সমাধানে চীন–আসিয়ানকে নিয়ে সম্মেলনের প্রস্তাব,,,,,দৈনিক ক্রাইম বাংলা একীভূত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’,,,,,দৈনিক ক্রাইম বাংলা অর্থ পাচার ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার,,,,দৈনিক ক্রাইম বাংলা

কক্সবাজারের উখিয়ায় ৪ বছরের অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারীর ৩ সদস্য আটক/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২০৫ পঠিত
আপডেট: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের উখিয়ায় ৪ বছরের অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারীর ৩ সদস্য আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অপহৃত ৪ বছরের শিশুকে উদ্ধার করেছে উখিয়া থানার পুলিশ।অপহরণ চক্রের প্রধান সাদেক সহ ৩ জনকে গ্রেফতার ও করেছে।গ্রেফতারকৃতদের মধ্যে একজন নারী সদস্যও রয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় প্রযুক্তির সহযোগিতায় ও ড্রোন ব্যবহার করে অভিযানের সফলতা পেয়েছেন। গ্রেফতারকৃত তিনজন হলেন টেকনাফের মোছনী রেজিষ্টার্ড ক্যাম্প-২৬ এর সি ব্লকের মো. আমিনের পুত্র সাদেক হোসাইন (২৫) ও তারই আপন বোন রোকসানা (১৫) এবং একই ক্যাম্পের দিল মোহাম্মদের পুত্র আমির ফয়সাল (২৩)।তাদের মধ্যে অপহরণ চক্রের মূল হোতা সাদেক হোসেন জামতলি বাজার সংলগ্ন জহুর আলমের বাসায় ভাড়া থাকতো রোববার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায়, উখিয়া থানা চত্ত্বরে উখিয়া  সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো: রাসেল এক প্রেস ব্রিফিংয়ে শিশু অপহরণ, মুক্তিপণ দাবি  ও অভিযান পরবর্তী আটকের বর্ণনা দেন তিনি জানান, গত ৩০ আগষ্ট বেলা ১১টার দিকে ১৬ নম্বর ক্যাম্প থেকে  শিশু রায়হানকে ২০ টাকার লোভ দেখিয়ে অপহরণ করে  সাদেক ও ফয়সাল। শিশুটিকে টেকনাফ থানাধীন মুচনী রেজিষ্টার্ড ক্যাম্পের পেছনে দুর্গম পাহাড়ে আটকিয়ে রাখে।সেখানে তার উপর অমানবিক অত্যাচার ও ভয়াবহ নির্যাতন করে শিশুর মা বাবাকে কান্নার শব্দ মোবাইলে শুনিয়ে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন মুক্তিপণ না দিলে, শিশুটিকে মেরে ফেলার হুমকি প্রদান করেন। পরবর্তীতে শিশুটির উপর পাষবিক নির্যাতন চালিয়ে তার বাবা-মাকে কান্নার শব্দ শুনিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবী করেন এবং না দিলে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেন তারা।
এমতাবস্থায় কোনো উপায় না পেয়ে উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগীর মা রেহেনা বেগম এরপর তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের গ্রেপ্তারের উদ্দেশ্যে উখিয়া থানার চৌকস ঘরে শিশুটির সন্ধানে পাহাড়ের উপর থেকে অনুসন্ধান করা হয় দুর্বৃত্তদের অবস্থান।
অবশেষে রোববার (৩ সেপ্টেম্বর) ভোররাতে সাড়াশি অভিযান পরিচালনা করে ঘটনার মূল পরিকল্পনাকারী সাদেককে জামতলী থেকে গ্রেফতার করা হয় এবং তার দেখানো মতে মুছুনী ক্যাম্পের সি ব্লক থেকে অপহরণ চক্রের আরেক সদস্য তার বোন রোকসানার কাছ থেকে অপহৃত শিশু রায়হানকে উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, রায়হানের বাবা-মা রোহিঙ্গাদের দ্বারে দ্বারে ঘুরে অপহরণ চক্রকে মুক্তিপন দেওয়ার জন্য ৪৫ হাজার ৭০০ টাকা মুক্তিপণ জোগাড় করে তাদের ছেলেটিকে উদ্ধার করার জন্য। কিন্তু এই টাকায় অপহরণ চক্রের সদস্যরা রায়হানকে ছেড়ে দিতে রাজি হয়নি।
উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে উখিয়া থানার চৌকস দল শনিবার রাতে অভিযান শুরু করে।দূর্গম পাহাড়ের ঢালে আধুনিক প্রযুক্তি (ড্রোন)’র সহযোগিতায় দুর্বৃত্তদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় গভীর রাতে ভারি বৃষ্টিতে জীবনের ঝুঁকি নিয়ে বিশেষ অভিযানে টেকনাফ থানার মোচনী ক্যাম্পের সি ব্লকের হোসেনের বাসা থেকে অপহরণ চক্রের নারী সদস্য রোকসানার কাছ থেকে অপহৃত রায়হানকে উদ্ধার করা হয়।সাথে গ্রেফতার করা হয় সাদেক ও তার সঙ্গীয় ফয়সালকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অদূর ভবিষ্যতে এরুপ অপহরণকারী চক্রের বিরুদ্ধে পুলিশের জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।
উল্লেখ্য রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রীক একটি রোহিঙ্গা অপহরনকারী চক্র দীর্ঘদিন ধরে বাংলাদশী ও রোহিঙ্গা জনগোষ্ঠীর লোকজনকে অক্লান্ত পরিশ্রম ও চেষ্টার পরও তাদের অপরাধ কর্মকাণ্ড কোন ভাবেই থামানো যাচ্ছেনা বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ