
এস এম নাসির মাহমুদ, আমতলী (বরগুনা)।।
বরগুনার আমতলী পৌর শহরের দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। জানাগেছে ৩ রা সেপ্টেম্বর রবিবার গুলিশাখালী দাখিল মাদ্রাসার সুপার(ভারপ্রাপ্ত) মাওলানা আবদুল মন্নান তার স্ত্রী কে ডাক্তার দেখাতে পটুয়াখালী গেলে এ সুযোগে বাসার তালা ভেঙ্গে রাত অনুমান ২ টার দিকে চোর দল ঘরে ঢুকে ব্যাংক থেকে ঋণ করা জমি কেনার ২ লক্ষ ৫০ হাজার টাকা,৭ ভরি স্বর্ন,ব্যাংকের চেক বহি,জমির দলিল সহ গুরুত্বপূর্ণ কাগজ চুরি করে নিয়ে যায়।পরে আজ সোমবার মাওলানা আবদুল মন্নান চুরির ঘটনাটি নিয়ে আমতলী থানায় অভিযোগ দিলে এসআই মো,দাউদুল আলম ঘটনাস্হল পরিদর্শন করেন। তদন্ত কর্মকর্তা দাউদুল আলম জানান চুরির ঘটনাটি তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।