নিজস্ব সংবাদদাতা।।
পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে ৫০০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা মাছ জব্দ করেছে।
বৃহস্পতিবার সকাল ১১১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার মোঃ সেলিম মন্ডল, পিও এর নের্তৃত্বে পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন মহিপুর বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকায় পটুয়াখালী হতে ঢাকাগামী সুগন্ধা পরিবহন নামক সন্দেহভাজন একটি বাস তল্লাশী করতঃ ৫০০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা মাছ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য টাকা ১২,৫০,০০০ (টাকা বারো লক্ষ পঞ্চাশ হাজার মাত্র)। পরবর্তীতে, কলাপাড়া বন বিভাগের প্রতিনিধী এর উপস্থিতিতে জব্দকৃত শাপলা পাতা মাছ মাটিতে পুতে বিনষ্ট করা হয়।