• রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় শিক্ষার্থী হত্যা মামলার আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় লামিয়া হত্যা ঘটনায় নিরীহদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটা সড়কে সৌন্দর্য বর্ধনে বৃক্ষ রোপন কর্মসূচি/দৈনিক ক্রাইম বাংলা।। ৩ বছরেও ঘোড়াঘাট হিলি স্থলবন্দর জাতীয় মহাসড়কের কাজ শেষ হয়নি ভোগান্তিতে মানুষ/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই মাদ্রাসার তালা ভাঙ্গার ভিডিও ভাইরাল, সার্বিক বিষয়ে তদন্ত সম্পন্ন, দ্রুত ব্যবস্থা/দৈনিক ক্রাইম বাংলা।। লোহালিয়া নদীতে পাওয়া রেজাউল বয়াতির লাশের রহস্য উদঘাটন, খুনি আটক/দৈনিক ক্রাইম বাংলা।। চাটখিলে নামাজরত মুসল্লিকে পিটিয়ে রক্তাক্ত করেছে আওয়ামীলীগ নেতা/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে যৌথ বাহিনীর বিশেষ অভিযান/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় বিরল প্রজাতির সজারু উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। আমেরিকা প্রবাসী নারীকে গণধর্ষণ ও ডাকাতির ঘটনায় গ্রেফতার-৩/দৈনিক ক্রাইম বাংলা।।

কক্সবাজারের উখিয়ার বক্তার মেম্বার ৫০ হাজার ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ১৩৭ পঠিত
আপডেট: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
কক্সবাজারের লাগোয়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে ৫০ হাজার ইয়াবাসহ এক মাদককারবারীকে আটক করেছে র‍্যাব। র‍্যাবের দাবি, আটক ব্যক্তি একজন মাদক কারবারি।
আটক ব্যক্তি মো. বক্তার আহাম্মদ (৩৯), কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী পানবাজার এলাকার হাজী আব্দুল মজিদের ছেলে। কক্সবাজারস্থ র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো: আবু সালাম চৌধুরী বলেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ ম্রাছাঅংচকপাড়া কমিউনিটি সেন্টারের সামনে কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় উদ্দেশ্যে অবস্থান করছে এমন খবর পাওয়া যায়।
যার প্রেক্ষিতে বৃহস্পতিবার ভোরে কমিউনিটি সেন্টারের পূর্ব পাশে চাকডালা-নাইক্ষ্যংছড়ি পাকা রাস্তার উপর পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে  তাকে আটক করা  হয়।  পরবর্তীতে উপস্থিতি সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার হেফাজতে থাকা ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক মাদক কারবারী বেশ কিছু দিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইয়াবার ব্যবসা করে আসছে। সে মাদকদ্রব্য ইয়াবা পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজের হেফাজতে মজুদ করে রাখে।
পরবর্তীতে মজুদকৃত ইয়াবার চালান কক্সবাজারের উখিয়ায় বিক্রয়ের পাশাপাশি সে আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার জন্য নানাবিধ অভিনব পন্থায় উখিয়া থেকে বান্দরবানের বিভিন্ন জায়গায় নিয়ে ইয়াবা বিক্রয় করে আসছিল বলে জানায়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ আটক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত এজাহার দাখিল করে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর  করা হয়েছে বলেও জানায় র‍্যাব কর্মকর্তা।
উল্লেখ্য, আটক বক্তার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ