• বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুর্নীতিবাজদের সময় শেষ, গড়বো সোনার বাংলাদেশ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় প্রায় ৫ কোটি টাকার সৈকত সড়ক সমুদ্র গর্ভে বিলীন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু/দৈনিক ক্রাইম বাংলা।। শ্রীহীন হয়ে পড়েছে কুয়াকাটা।সমুদ্রে বিলীন হচ্ছে দৃষ্টিনন্দন ও দর্শনীয় স্থান গুলো/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কেঁচো সার উৎপাদন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলার লালমোহনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

তালতলীতে কাঁচা সড়কে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ/দৈনিক ক্রাইম বাংলা।। 

এস এম নাসির মাহমুদ।। / ১৩৩ পঠিত
আপডেট: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩


এস এম নাসির মাহমুদ।। 

বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমাখোলা গ্রামের প্রায় দুই কিলোমিটার কঁাচা সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করে পঁাকা করনের দাবী জানিয়েছে স্থানীয় গ্রামবাসী। শনিবার সকালে স্থানীয় গ্রামবাসীরা এ অভিনব প্রতিবাদ করেন।
স্থানীয়রা জানান, সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামের প্রায় দুই কিলোমিটার কঁাচা সড়ক রয়েছে। বর্ষা মৌসুমে সড়কটি কাদায় পরিপূর্ন হয়ে যাওয়ায় এই সড়ক দিয়ে গ্রামবাসীদের চলাচল দায় হয়ে পড়ে। ফলে মানুষজনদের চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়। বৃষ্টির সময় কঁাদার পরিমান এতই বেড়ে যায় যে কোন রকম খালি মানুষও চলতে পারে না। সড়কটিতে কঁাদা থাকার কারনে বর্ষাকালে শিক্ষাথীরা স্কুলে যেতে পারে না। এছাড়া স্থানীয়দের উৎপাদিত কৃষি পন্যও বাজারে নিতে পারেনা। রোগী কিংবা গর্ভবতী মায়েদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া যায় না। ফলে নিরুপায় হয়ে ওঝা কবিরাজের শরনাপন্ন হতে হয় তাদের। সড়কটির বেহাল দশা থেকে মুক্তি পাওয়ার জন্য পঁাকা করনের দাবী জানিয়ে এলাকাবাসী শনিবার সকালে রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন।
বড়আমখোলা গ্রামটিতে রয়েছে প্রায় আড়াই হাজার মানুষের বসবাস। এছাড়া এই গ্রামটিতে রয়েছে ডক্টর একেএম মজুমদার সরকারী প্রাথমিক বিদ্যালয়। এই গ্রাম থেকে প্রতিদিন তালতলী উপজেলা শহরসহ দেশের ভিভিন্ন এলাকায় চলাচল করে। কিন্ত সড়কটি বর্ষা মৌসুমে এতই খারাপ থাকে যে স্বাভাবিক ভাবে কোন মানুষ চলাচল করতে পারেনা।
স্থানীয় ষাটোর্ধ আলেয়া বেগম বলেন, ওরে বাবা এই রাস্তায় এত কাদা মোর বাহের বষ্যেও দেহি নাই। বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যায়। ডক্টর এ কে এম মজুমদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাসেল বলেন, বৃষ্টির দিনে এই রাস্তা দিয়া মোরা স্কুলে যাইতে পারি না। কাদায় জামা কাপর নষ্ট অইয়া যায়। মীম নামের আরেক শিক্ষাথর্ী বলেন, বৃষ্টি অইলে মোরা আর স্কুলে যাইতে পারি না
স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন মোল্লা, সোহেল খানসহ একাধিক স্থানীয় বাসিন্দারা বলেন, কোন জনপ্রতিনিধি সড়কটির উন্নয়নে কেউ কোনো পদক্ষেপ নেয়নি। এই রাস্তাটি দ্রুত সংস্কার করা এখন সময়ের দাবি।
ডক্টর এ কে এম মজুমদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, বৃষ্টির দিনে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে আসতে পারে না। আসলেও তাদের কাপর চোপর কাদায় নষ্ট হয়ে যায়।
সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ইউনুস ফরাজী বলেন, সড়কটি পঁাকা করনের জন্য উপজেলা পরিষদের উন্নয়ন সভায় আলোচনা করা হবে। এবং পাকা করনের ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ