• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা গৃহকর্মে নিয়োজিত শিশুরা : নীতিমালার কাগজে অধিকার, বাস্তবে বন্দী শৈশব,,,,,দৈনিক ক্রাইম বাংলা ভোলার নদী গুলোর মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজায় আবারও পাঠানো হচ্ছে ত্রাণবাহী নৌযান: ঘোষণা ফ্লোটিলার,,, দৈনিক ক্রাইম বাংলা আ. লীগের শাসনামলে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়: অ্যাটর্নি জেনারেল,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।।

কক্সবাজারে পুলিশের অভিযানে শতাধিক রোহিঙ্গা আটক/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ১৫৫ পঠিত
আপডেট: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের উখিয়ায় ক্যাম্প থেকে ‘ছড়িয়ে পড়া ঠেকাতে’ যৌথ অভিযানে শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে উখিয়া থানার  পুলিশ।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহীদ এটিএম জাফর আলম আরকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়া ডিগ্রি কলেজ গেইট এলাকায় এ অভিযান  চালিয়ে  তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ৪০ জনের বেশি রোহিঙ্গাকে ঘটনাস্থল থেকে ক্যাম্পে ফেরত পাঠানো হলেও ৬১ জনকে থানায় আনা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী।
এর আগে সোমবার ৫৫ জন, রোববার ২৯ জন ও শনিবার ২৯ জন রোহিঙ্গাকে আটক করেছিল পুলিশ।
শেখ মোহাম্মদ আলী বলেন, রোহিঙ্গাদের ক্যাম্প ছেড়ে বাইরে আসা ঠেকাতে পুলিশ কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। অনেক রোহিঙ্গা অনুমতি ছাড়াই ক্যাম্পের নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি  দিয়ে কৌশলে  বাইরে বেরিয়ে আসছে। পরে তারা সুবিধাজনক সময়ে গন্তব্যে রওনা দেয়। এসব রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া ঠেকাতে গত ১৬ সেপ্টেম্বর থেকে পুলিশ বিশেষ অভিযান শুরু করে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উখিয়া ডিগ্রি কলেজ গেইট এলাকায় পুলিশ ও এপিবিএন যৌথ অভিযান চালায়। এতে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে আসা শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
আটকরা ক্যাম্প ছেড়ে বাইরের আসার জন্য একেকজন একেক তথ্য দিয়েছেন। এদের কেউ ক্যাম্পের বাইরে থাকা আত্মীয়ের বাড়ি বেড়াতে, কেউ কাজের জন্য, আবার কেউ চিকিৎসা ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে।
ওসি বলেন, আটকদের মধ্যে ৪০ জনের বেশি রোহিঙ্গাকে ঘটনাস্থল থেকে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ৬১ জনকে থানায় আনা হয়েছে। এদেরকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের মধ্যে কারও বিরুদ্ধে অপরাধে জড়িত নেই বলে স্বীকার করেছেন  তারা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ