• শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আমরা কলাপাড়াবাসী সংগঠনের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা,,,,,দৈনিক ক্রাইম বাংলা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা গৃহকর্মে নিয়োজিত শিশুরা : নীতিমালার কাগজে অধিকার, বাস্তবে বন্দী শৈশব,,,,,দৈনিক ক্রাইম বাংলা ভোলার নদী গুলোর মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজায় আবারও পাঠানো হচ্ছে ত্রাণবাহী নৌযান: ঘোষণা ফ্লোটিলার,,, দৈনিক ক্রাইম বাংলা আ. লীগের শাসনামলে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়: অ্যাটর্নি জেনারেল,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।।

গুঠিয়ায় যুবলীগ সভাপতির বিরুদ্ধে ব‍্যবসায় প্রতিষ্ঠান দখলের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। 

বরিশাল সংবাদদাতা। / ৫৫৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

বরিশাল সংবাদদাতা।।

উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ জাকির খানের বিরুদ্ধে জোর পূর্বক ব‍্যবসায়িক প্রতিষ্ঠান দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর দুপুর ২টা ১৫ মিনিটের সময় পশ্চিম নারায়নপুর ৬নং ওয়ার্ডের মৃত কাছেম হাওলাদার এর পুত্র খলিল হাওলাদার এর ভাড়া দেয়া দুটি দোকান ঘর দখল করার চেষ্টা করেন গুঠিয়া ইউনিয়ন যুবলীগ এর সভাপতি জাকির খান ও তার লোকজন । দখল করার জন্য খলিলের ভাড়াটিয়া দোকানে হামলা চালায় তাতে খলিল ও তার ভাড়াটিয়া বাধাঁ দিলে তাদের কে মারধর করে গরু বিক্রির এক লাখ ৩৪ হাজার টাকা নিয়ে যায়।
এ ব‍্যাপারে ৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আল আমিন সর্দার বলেন, আমি ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলাম আমি বাধাঁ দেয়ায় জাকির হোসেন ও তার সাথে থাকা দলবল আমাকেও মারধর করে এবং হত‍্যার হুমকি দেয়। তার ভয়ে কেউ প্রতিবাদ করেনা এতে দিন দিন আমাদের আওয়ামীলীগ এর বদনাম হচ্ছে।জমি দখল করা এখন তার পেশা ও নেশা হয়ে দাড়িয়েছে।

এ ব‍্যাপারে খলিল বলেন আমি দীর্ঘদিন যাবৎ প্রবাসে ছিলাম দেশে এসে কোনভাবে জীবন যাপন করছি আমার বাবা মৃত কাছেম হাওলাদার ৫০ বছর পূর্বে জায়গাটি ক্রয় করে দোকান নির্মান করেন এবং এই জমি নিয়ে আদালতে মামলা চলমান এবং আমার সাথে জাকির খান এর কোন শত্রুতা নেই। সে কি উদ্দেশ‍্য নিয়ে আমার দোকানে হামলা চালালো আমার বোধগম‍্য নহে সে আমাকে ও আমার ভাড়াটিয়াকে মেরে নগদ টাকা সহ দোকান লুটপাট করেছে এবং আমাকে দোকান ছাড়া সহ আমাকে হত‍্যার হুমকি দিয়েছে। এ ব‍্যাপারে আমি জেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক তালুকদার মোঃ ইউনুসকে জানিয়েছি এবং উজিরপুর থানায় সাধারন অভিযোগ দায়ের করেছি। এ ব‍্যাপারে যুবলীগ সভাপতি জাকির খানের মোবাইলে কল করা হলে তিনি সকল অভিযোগ অস্বিকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ