• সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
‘একটা একটা জামাত ধর, ধইরা ধইরা জবাই কর’- স্লোগানে বাউফলে বিএনপির বিক্ষোভ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়া হাসপাতালে রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরন করলেন বিএনপি নেতারা/দৈনিক ক্রাইম বাংলা।। পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন কলাপাড়া থানার রাসেল খান/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ঠে এক নারীর মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।। মিডফোর্টের ব্যবসায়ী সোহাগে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে ইয়াবাসহ যুবলীগ নেতা মেম্বার হারুন মৃধা আটক/দৈনিক ক্রাইম বাংলা।। সিরাজদিখানে ছাত্রী ধর্ষণচেষ্টা মামলার আসামী প্রধান শিক্ষক বিদ্যালয়ে জোরপূর্বক অনুপ্রবেশ, স্থানীয়দের ক্ষোভ!/দৈনিক ক্রাইম বাংলা।। পটুয়াখালী জেলায় ৪ স্কুলের সবাই ফেল, জেলায় গড়ে পাসের হার ৫৫.৭২ শতাংশ/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন প্রেসক্লাবের সম্পাদকের পুত্রের সাফল্য/দৈনিক ক্রাইম বাংলা।। জারিরদোনা ও তুলাতুলি খাল খনন নিয়ে জনমনে অসন্তোষ ,জলাবদ্ধতায় বিপন্ন কমলনগরের জনপদ/দৈনিক ক্রাইম বাংলা।।


কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের অভিযানে চুরি হওয়া ডিএসএলআর ক্যামেরা ও মোবাইল সহ চোর আটক/দৈনিক ক্রাইম বাংলা।। 

মনির হাওলাদার।। / ১১৩ পঠিত
আপডেট: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩


মনির হাওলাদার।।

কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের অভিযানে পর্যটকদের চুরি হওয়া ডিএসএলআর ক্যামেরা ও মোবাইল সহ এক চোরকে আটক করা হয়েছে। আটক হৃদয় মোল্লা (২০) পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন পশ্চিম কুয়াকাটা এলাকার বাসিন্দা মোঃ রুহুল আমিন মোল্লার ছেলে।
শনিবার (৭ অক্টোবর) দুপুরে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।
এ সময় তিনি আরও জানান, গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে বরিশাল নগরীর হাটখোলা এলাকার বাসিন্দা বাঁধন শাহা (১৬) সহ আরও ৩/৪ জন বন্ধু কুয়াকাটা ঘুরতে এসে কুয়াকাটা পৌরসভার রাখাইন মহিলা মার্কেট এর পূর্বপাশে সমুদ্র সৈকতের সামনে হোটেল বীচ ডোর এর ২০৪ নং কক্ষে ভাড়া নিয়া অবস্থান করে। এ উক্ত সময়ে হৃদয় মোল্লা (২০)এর সাথে তাদের সু-সম্পর্ক তৈরি হলে তারা হৃদয় মোল্লার সাথে হোটেল কক্ষে আলাপচারিতা শেষে সবাই একত্রে ঘুমিয়ে পড়ে। এ সময় রাতে হৃদয় মোল্লা তাদেরকে ঘুম পাড়িয়ে তাদের সাথে থাকা ১ টি ডিএসএলআর ক্যামেরা, নগদ ৩২ হাজার টাকা ও ১টি স্মার্ট ফোন নিয়ে পালিয়ে যায়।পরদিন শুক্রবার সকাল ১১ টার দিকে বাঁধন শাহা ও তার বন্ধুরা ঘুম থেকে উঠে হৃদয় মোল্লাকে দেখতে না পেয়ে অনেক খোজাখুজি করে টুরিস্ট পুলিশকে অবহিত করেন এবং মহিপুর থানায় চুরির মামলা দায়ের করেন।যার মামলা নং-০২। উক্ত ঘটনা অবহিত হয়ে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ এর নির্দেশে পুলিশ পরিদর্শক (নিঃ) আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ হৃদয় মোল্লা’কে গ্রেফতার করেন।পরে গ্রেফতারকৃত আসামীর স্বীকারোক্তি মতে তার বাড়ি হতে ডিএসএলআর ক্যামেরা ও মোবাইল উদ্ধার কারা হয়। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, পর্যটক নিরাপত্তা ও সুরক্ষায় ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। যেকোনো ধরনের অপরাধ দমনে ও অপরাধ উদঘাটনে ট্যুরিস্ট পুলিশ সদা তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ