• সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
‘একটা একটা জামাত ধর, ধইরা ধইরা জবাই কর’- স্লোগানে বাউফলে বিএনপির বিক্ষোভ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়া হাসপাতালে রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরন করলেন বিএনপি নেতারা/দৈনিক ক্রাইম বাংলা।। পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন কলাপাড়া থানার রাসেল খান/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ঠে এক নারীর মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।। মিডফোর্টের ব্যবসায়ী সোহাগে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে ইয়াবাসহ যুবলীগ নেতা মেম্বার হারুন মৃধা আটক/দৈনিক ক্রাইম বাংলা।। সিরাজদিখানে ছাত্রী ধর্ষণচেষ্টা মামলার আসামী প্রধান শিক্ষক বিদ্যালয়ে জোরপূর্বক অনুপ্রবেশ, স্থানীয়দের ক্ষোভ!/দৈনিক ক্রাইম বাংলা।। পটুয়াখালী জেলায় ৪ স্কুলের সবাই ফেল, জেলায় গড়ে পাসের হার ৫৫.৭২ শতাংশ/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন প্রেসক্লাবের সম্পাদকের পুত্রের সাফল্য/দৈনিক ক্রাইম বাংলা।। জারিরদোনা ও তুলাতুলি খাল খনন নিয়ে জনমনে অসন্তোষ ,জলাবদ্ধতায় বিপন্ন কমলনগরের জনপদ/দৈনিক ক্রাইম বাংলা।।


আমতলীতে ৩ কেজি গাজাসহ ২ ভাইকে আটক/দৈনিক ক্রাইম বাংলা।। 

এস এম নাসির মাহমুদ।। / ১১৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩


এস এম নাসির মাহমুদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।।

আমতলীর শাখারিয়া নামক বাসস্টান্ড থেকে মঙ্গলবার সকালে বরগুনার ডিবি পুলিশ ৩ কেজি গঁাজাসহ দুই ভাইকে আটক করেছে। আটক দুই ভাই কুকুয়া ইউনিয়নের কুকুয়া গ্রামের বাসিন্দা। সম্পর্কে তারা চাচাত ভাই।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার ডিবি পুলিশের ওসি মো. বশির আলমের নেতৃত্বে একদল ডিবি পুলিশ ১০ অক্টোব্বর মঙ্গলবার সকাল সোয়া ৫টার সময় আমতলী উপজেলার শাখারিয়া নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার কুকুয়া ইউনিয়নের কুকুয়া গ্রামের জসীম গাজীর ছেলে সজীব (২৩) ও একই গ্রামের আনোয়ার হোসেন গাজীর ছেলে মিলন গাজী (২৪) কে আটক করে। আটকের পর তাদের ব্যাগ তল্লাসী করে ৩ কেজি গঁাজা উদ্ধার করে পুলিশ। তারা সম্পর্কে দুই জন চাচাত ভাই। সজীব ও মিলন কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সোমবার সন্ধ্যায় হানিফ পরিবহন যোগে ৩কেজি গঁাজা নিয়ে আমতলী আসছিল। এ খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। মিলন ও সজিব পেশাদার মাদক বিক্রেতা বলে ডিব পুলিশ জানায়।
ডিবি পুলিশের বরগুনার ওসি মো. বশির আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলার শাখারিয়া নমক স্থান থেকে সজীব গাজী ও মিলন গাজী নামে ২জনকে ৩ কেজি গঁাজাসহ আটক করা হয়েছে। আটকের পর তাদের বিরুদ্ধে আমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখয়াত হোসেন তপু বলেন, সজীব গাজী ও মিলন গাজীর বিরুদ্ধে আমতলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মঙ্গলবার মামলা করা হয়েছে। মামলার পর তাদেরকে ওই দিন বিকেলে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ