সাথী তালুকদার নড়াইল জেলা প্রতিনিধিঃ পদোন্নতি পেয়ে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক” হয়ে যোগদান করলেন যশোরের ঝিকরগাছার ইউএনও সুমী মজুমদার।
সোমবার ২০ জুলাই সকালে তিনি নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। সুমী মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে ২০১১ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন।
কর্মজীবনে প্রথমে তিনি নোয়াখালী জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করেন। পরে ঝিনাইদহের হরিণাকুন্ডু ও শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে ৫ জানুয়ারি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সর্ব প্রথম মাগুরার শালিখাতে যোগদান করেন।
পরবর্তীতে, ২০১৯ সালের জুন মাসে যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে থাকা অবস্থায় পদোন্নতি পেয়ে তাঁকে নড়াইলে এডিসি পদে পদায়ন করা হয় বলে জানা গিয়েছে।
You cannot copy content of this page