
মোঃ জুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা সদর উপজেলার ০৮নং বরগুনা সদর ইউনিয়নের কালিরতাবক গ্রামে গৃহবধূ স্বর্ণার রহস্য জনক মৃত্যুর ৪৫মিনিটে অভিযুক্ত স্বামী ইয়াসিনকে গ্রেফতার করেন বরগুনা সদর থানা ও গোয়েন্দা পুলিশ। ইয়াসিন মুছুল্লী সদর উপজেলার ২ নং গৌরিচন্না ইউনিয়নের দুফাতী গ্রামের আবু সালে মুসল্লির পুত্র। ও গৃহবধূ স্বর্ণা কালিরতাবক গ্রামের মাদ্রাসা সংলগ্ন আনোয়ার খানের কন্যা। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম তারিকুল ইসলাম বলেন, গৃহবধূ মৃত্যুর পর সংবাদ পেয়ে ৪৫ মিনিটের মধ্য ঘটনাস্থল তার পিত্রালয় থেকে অভিযুক্ত স্বামী ইয়াসিনকে থানার এস আই জিয়া, এসআই আঃ রব, এ এস আই নুরুজ্জামানসহ জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করতে সক্ষম হই। এ ব্যাপারে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম বলেন,অভিযুক্ত ইয়াসিনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তিনি হত্যার ঘটনা স্বীকার করেছেন তদন্ত সাপেক্ষে আরও বিস্তারিত জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানা যায়।