• মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন পৌর বিএনপির উদ্দ্যাগে লিফলেট বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। দ্বিপক্ষীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা,,, দৈনিক ক্রাইম বাংলা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বদলগাছীতে মানববন্ধন -বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ঝালকাঠিতে ব্যবসায়ীর ভবনে অভিযান:মাদকসহ আটক করে ৪ জনকে কারাদণ্ড/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

সাতক্ষীরা জেলা ডিবি পুলিশের অভিযানে তিনটি মোটরসাইকেল উদ্ধার চোর আটক/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৩৩ পঠিত
আপডেট: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪


শেখ ফারুক হোসেন :

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এর সার্বিক তত্ত্বাবধানে ও অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, সাতক্ষীরা তারেক ফয়সাল ইবনে আজিজ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সাতক্ষীরা জেলার সাতক্ষীরা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৯/০৯/২০২৪খ্রিঃ তারিখ ১৩.৩০ ঘটিকায় সাতক্ষীরা জেলার সাতক্ষীরা থানাধীন লাবসা বাইপাস মোড় হতে আসামী ১। ইয়ার আলী (৩২), পিতা-মৃত আব্দুর জব্বার তরফদার, সাং-শংকরপুর থানা-কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরা কে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত আসামী ইয়ার আলীর স্বীকারোক্তি মোতাবেক তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ইং-২৯.০৯.২০২৪ খ্রিঃ তারিখ ১৬.০৫ ঘটিকায় কালিগঞ্জ থানাধীন ১নং কৃষ্ণনগর ইউপি কার্যলয়ের সামনে থেকে আসামী ২। মোঃ শাহিন আলম মোড়ল(৩২), পিতা-মোঃ দলিল উদ্দিন মোড়ল, ৩। মহিববুল্যাহ বাবু(২৮), পিতা-আব্দুল জব্বার শেখ, উভয় সাং-কালিকাপুর, সর্বথানা-কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরাদ্বয় কে গ্রেফতার করা হয়। আসামী ইয়ার আলী আন্তঃ জেলা ডাকাত দলের নেতা। আসামী ইয়ার আলী(৩২) এর বিরুদ্ধে হত্যা,ডাকাতি, অস্ত্র, দস্যুতা, চুরি, সহ বিভিন্ন থানায় ১৭ টা মামলা চলমান রয়েছে এবং তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত হতে জারিকৃত ০৫টি গ্রেফতারী পরোয়ানা মুলতবী আছে। সম্প্রতি দেবহাটা থানার জগন্নাতপুর গ্রামে মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ এর বাড়িতে ডাকাতি সহ কালিগঞ্জ থানাধীন ইউসুফপুর গ্রামের শাহীনুর রহমান গাজীর বাড়িতে দস্যুতা ও বোমা বিস্ফোরন ঘটাইয়া নগদ টাকা ও স্বর্নালংকার লুন্ঠন করে এবং ০২ জন ব্যক্তিকে আহত করে। আসামী ইয়ার আলী, মোঃ শাহিন আলম মোড়ল ও মহিববুল্যাহ বাবু দের কে গ্রেফতার পূর্বক আসামীদের স্বীকারোক্তি মোতাবেক তাদের হেফাজত হতে ১। একটি কালো লাল রংয়ের নম্বর প্লেট বিহীন ১৫০ সিসি পালসার মোটর সাইকেল ২। একটি কালো লাল রংয়ের নম্বর প্লেট বিহীন ১২৫ সিসি ডিসকভার মোটর সাইকেল। ৩। একটি কালো সাদা রংয়ের নম্বরপ্লেট বিহীন ১০০ সিসি হিরো স্পিলিন্ডার প্লাস মোট ০৩ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে সাতক্ষীরা কালিগঞ্জ থানার মামলার দায়ের করা হয়েছে নং-০৭, তারিখ-৩০/০৯/২০২৪ খ্রিঃ ধারা-৩৭৯/৪১৩ পিসি এর নিয়মিত মামলা রুজু হয় ।
চোরাই উদ্ধারকৃত মোটর সাইকেলের বর্ণনা ০১ টি কালো লাল রংয়ের নম্বর প্লেট বিহীন ১৫০ সিসি পালসার মোটর সাইকেল। মোটর সাইকেলটির মূল্য অনুমান ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
০১ টি কালো লাল রংয়ের নম্বর প্লেট বিহীন ১২৫ সিসি ডিসকভার মোটর সাইকেল।মোটর সাইকেলটির মূল্য অনুমান ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা।
০১ টি কালো সাদা রংয়ের নম্ব প্লেট বিহীন ১০০ সিসি হিরো স্পিলিন্ডার প্লাস।মোটর সাইকেলটির মূল্য অনুমান ৮০,০০০/- (আশি হাজার) টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ