আন্তর্জাতিক ডেস্ক সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত আটজনকে দোষী সাব্যস্ত করে চূড়ান্ত রায় দিয়েছেন সৌদি আরবের একটি আদালত। এ রায়ে মামলার আট আসামিরই দণ্ড কমানো হয়েছে।সোমবার পাবলিক প্রসিকিউটর সার্ভিসের বরাতে সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এসপিএ) জানিয়েছে, আসামিদের মধ্য পাঁচজনকে ২০ বছর করে এবং তিনজনকে সাত থেকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।এর আগে, গত ডিসেম্বরে খাশোগি হত্যাকাণ্ডে জড়িত পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে ২৪ বছরের কারাদণ্ড দিয়েছিলেন সৌদির একটি আদালত। তবে গত মে মাসে খ্যাতনামা এ সাংবাদিকের ছেলে জানান, তারা হত্যাকারীদের ক্ষমা করে দিয়েছেন। ফলে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির সর্বোচ্চ সাজা আর কার্যকর হয়নি।সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কঠোর সমালোচক খাশোগি স্বেচ্ছা নির্বাসনে যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্টে কলাম লিখতেন তিনি। যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতিও পেয়েছিলেন। ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কে প্রেমিকাকে বিয়ে করতে প্রয়োজনীয় কাগজপত্র আনতে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে যান খাশোগি। কনস্যুলেটে ঢোকার পর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি বলে জানা গেছে।