• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিক’-এ ভর্তি হবেন খালেদা জিয়া : ব্যক্তিগত চিকিৎসক,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৩২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৫ (দৈনিক ক্রাইম বাংলা ) : উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিক’-এ ভর্তি হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আগামীকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে রওনা দিয়ে পরদিন লন্ডনে পৌঁছে এই হাসপাতালে ভর্তি হবেন তিনি।

আজ সোমবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বলেন, এই মুহূর্তে যে সকল ফর্মালিটিজ আছে, সেগুলো সম্পন্ন করে আগামীকাল রাত ১০টায় ইনশাল্লাহ কাতারের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে করে ম্যাডাম ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহা হয়ে লন্ডনের হিথরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হবেন।

তিনি বলেন, ‘লন্ডন ক্লিনিক বলে একটা পুরনো ঐহিত্যবাহী হসপিটাল আছে। সেই হসপিটালে এটি এনএইচএস-এর অধীন একটি হসপিটাল। সেখানে উনাকে (খালেদা জিয়া) ভর্তি করা হবে। হিথরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উনাকে সরাসরি সেখানে নিয়ে যাওয়া হবে। এই হসপিটালে উনি চিকিৎসাধীন থাকবেন।’

খালেদা জিয়ার লন্ডন সফরের বিষয়ে এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আমরা জানি না, আমাদের কালকের জার্নিটা কেমন হবে। আমাদের এমনও হয়েছিল যে, আমরা ডেট করে ফেলেছিলাম, কিন্তু সেই ডেট ডিফার করতে হয়েছে ডিউ টু হার হেলথ কন্ডিশন। কাজেই কাল ১০টা পর্যন্ত হোয়াট উইল হ্যাপেন উই ডোন্ট নো। আপনাদেরকে মনে রাখতে হবে, উই আর হেন্ডলিং আ পেশেন্ট, যার মাল্টিপল ডিজিজ আছে। সেজন্য আমরা লন্ডন ক্লিনিকে- যেটি মাল্টি ডিসিপ্ল্যানারি এডভান্স সেন্টার সেখানে- নিয়ে যাচ্ছি। সেখানকার চিকিৎসকরা উনাকে দেখে তারপরে ডিসিশন হবে উনার নেক্সক্ট কোর্স অব ডিসিশন কী হবে?’

যুক্তরাষ্ট্রের চিকিৎসা নিয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক জাহিদ বলেন, ‘যদি আমাদের ওখানে (লন্ডন ক্লিনিক) সুপারিশ করে যে, ইয়েস শি নিডস; তাদের এখানে নাই, জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপিটালে নিয়ে যেতে হবে, তখন হয়ত যাওয়ার একটা প্রশ্ন আসে।’

চেয়ারপারসন পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাবেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সুস্থ থাকলেই ফেরার সময়ে বা কোনো এক সময়ে… মানুষ চাইলে কিন্তু ওমরাহ করা যায় না, আল্লাহর চাইতে হয়। কাজে রাব্বুল আ’লামীন যদি (ইনশাল্লাহ) কবুল করেন, ডেফিনেটলি ম্যাডাম সেটা করবেন। এটা কিন্তু প্রিডিসাইডেড না যে, এটা করবেনই।’

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার খবর জেনে রাজকীয় বহরের একটি বিশেষ বিমান দিয়েছেন জানিয়ে অধ্যাপক জাহিদ বলেন, ‘কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ সন্ধ্যা সাড়ে ৭টায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এই বিমানেই ম্যাডামের আগামীকাল রাতে লন্ডন যাত্রা শুরু হবে।’

আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের কাতারের চারজন চিকিৎসক ও প্যারামেডিক থাকবেন জানিয়ে জাহিদ হোসেন বলেন, ঢাকা থেকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ৬ জন সদস্য এই বিমানে যাবেন। এরা হলেন, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফএম সিদ্দিক, অধ্যাপক নরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন।

এছাড়া বেগম খালেদা জিয়ার সাথে তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তারসহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী থাকবেন।

দেশবাসীর কাছে দলীয় চেয়ারপারসনের জন্য দোয়া চেয়ে এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আপনাদের মাধ্যমে সকলের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই, যারা ম্যাডামের সুস্থতার জন্য দোয়া করেছেন, বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে প্রার্থনা করেছেন। তাদের সবার কাছে দলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। ম্যাডাম এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধন্যবাদ জানিয়েছেন।’

তিনি বলেন, ম্যাডামের চিকিৎসাটা যাতে ভালো হয়, উনি যেন সুস্থ হয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে আবার আমাদের মাঝে ফেরত আসতে পারেন সেজন্য দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিবসহ স্থায়ী কমিটি সবাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ম্যাডামের পরিবারও ম্যাডামের জন্য দোয়া চেয়েছেন।

খালেদা জিয়ার শারীরিক অসুস্থ্যতার নানা দিক তুলে ধরে তার ব্যক্তিগত চিকিৎক বলেন, ম্যাডামের নানা শারীরিক জটিলতা রয়েছে যা আমরা বিভিন্ন সময়ে বলেছি। সর্বোপরি উনার লিভারের জটিলতাটা অর্থাৎ লিভার সিরোসিস রয়েছে।

তিনি বলেন, হার্টে উনার ব্লক ছিলো একাধিক। খালি লাইফ-সেভিং পোরশন যেটুকু, সেইটুকু করা হয়েছিলো ওই সময়ে। কারণ ওই সময়ে উনার শারীরিক সুস্থতা ওইরকম ছিলো না। উনার আরও যে ব্লক আছে সেটা অ্যাড্রেস করার দরকার আছে, উনার ক্রনিক কিডনি ডিজিজ যেটা আছে, সেটাও অ্যাড্রেস করতে হবে। উনার করোনা পরবর্তীতে কিছু জটিলতা হয়েছে। সেগুলো নিরসন করার ব্যবস্থা নিতে হবে। এটা ওভার-অল থরো চেকিংয়ের জন্য যেটা আমাদের দেশে হয়েছে… আমাদের দেশের ফিজিশিয়ানরা, এভারকেয়ার হসপিটালের স্টাফ, তারা বেস্ট। এই ব্যাপারে আমাদের ম্যাডামের পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের ডিসসেটিসফেকশন নাই। সবাই হ্যাপি, উই আর হ্যাপি অলসো, দল হ্যাপি।

কাজেই আরো কিছু উন্নত করার জন্য সেখানে আরও থরো চেকিং হবে।’

খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে জাহিদ হোসেন বলেন, আমাদের মনে রাখতে হবে, তার লিভার ট্রান্সপ্লান্টের বিষয়টি সিদ্ধান্ত হবে লিভার ট্রান্সপ্লান্ট ইউনিটে যাওয়ার পরে। ওখানে ওই সুবিধাটা আছে ‘সো দে উইল ডিসাইড যে, হোয়াট উইল বি দ্যা নেক্সক্ট কোর্স অব ট্রিটমন্ট।’

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ ও কিডনি সমস্যাসহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ