আন্তর্জাতিক ডেস্কঃ কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠলেই যে বিপদ কেটে গেছে, এমনটা ভাবার কিছু নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ নিয়ে বারবার সতর্ক করছে। কিন্তু এমন আহ্বানকে গুরুত্ব না দেয়ার অন্যতম উদাহরণ ইউরোপ। বিশেষজ্ঞদের আশঙ্কা, এ কারণেই আসছে শীতে আরও বড় মাসুল দিতে হতে পারে ইউরোপকে।সংক্রমণ কমতে শুরুর পরই ব্যবসা-বাণিজ্য কেন্দ্রগুলো পুরোদমে সচল করেছিল ইউরোপ। খুলে দেয়া হয়েছিল স্কুল। এমনকি পর্যটনকে চাঙ্গা করতে ইউরোপের মধ্যে সফরে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে দেয়া হয়। বিভিন্ন ধরনের ছাড় দেয়া শুরু করেছিল হোটেল-রেস্তোরাঁগুলো।এ বিষয়ে সাহায্য করেছে সরকারও। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এ সংক্রান্ত প্রচারও করেছে তারা। যেমন, নির্দিষ্ট কোনও একটি হোটেলে উঠলে মাথাপিছু ৫০ ইউরো ছাড়। দীর্ঘ চার-পাঁচ মাস ঘরবন্দি থাকার পরে তাই গরমের ছুটিতে বেরিয়ে পড়েছিলেন অনেকেই। বিশেষজ্ঞদের দাবি, এতেই সংক্রমণ বেড়েছে দ্রুত বলে জানা গিয়েছে।