• মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন পৌর বিএনপির উদ্দ্যাগে লিফলেট বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। দ্বিপক্ষীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা,,, দৈনিক ক্রাইম বাংলা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বদলগাছীতে মানববন্ধন -বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ঝালকাঠিতে ব্যবসায়ীর ভবনে অভিযান:মাদকসহ আটক করে ৪ জনকে কারাদণ্ড/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

চাটখিলে বৃষ্টির পানি ও নর্দমা নিয়ে ঝগড়া,থানায় অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১০০ পঠিত
আপডেট: বুধবার, ১১ জুন, ২০২৫


মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।

নোয়াখালীর চাটখিল উপজেলায় মোহাম্মদপুর ইউনিয়নে বৃষ্টির পানি ও নর্দমা নিয়ে দু’পক্ষের ঝগড়া। ঔপ্রতিকার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌস শিমু।
ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌস শিমু(২১) নোয়াখালীর চাটখিল উপজেলায় মোহাম্মদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মলংচর ভূঁইয়া বাড়ির মৃত গোলাম রসুলের ছোট মেয়ে।

অভিযুক্তরা হলো অত্র মলংচর গ্রামের ভূঁইয়া বাড়ীর মিরাজ হোসেন (৫০) পিতা-মৃত সাদ্দাম হোসেন, কাকুলী বেগম (৪০) স্বামী-মিরাজ হোসেন, কাহন ভূঁইয়া (১৯) পিতা-মিরাজ হোসেন।

মঙ্গলবার (১০জুন) বিকেলে সরজমিনে গিয়ে জানতে পারি, গত শুক্রবার সকাল ১১টায় বাড়ীর কাকুলী-কাহন মা ছেলে ভুক্তভোগী পরিবারের রান্না ঘরে ব্যাপক ভাংচুর করিয়া প্রায় ৩০হাজার টাকার ক্ষয়ক্ষতি করেছে।
মামলা সূত্রে জানা যায়, বিবাদীদ্বয় একই বাড়ীর প্রতিবেশী। অভিযুক্তদের সাথে মালিকীয় ভোগদখলীয় সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধী চলিয়া আসিতেছে। গত ৬জুন সকালে রান্না ঘর মেরামত করতে গেলে
অভিযুক্ত কাকুলী ও কাহন একত্রে মিলিত হয়ে শিমু ও তার মাকে এলোপাথাড়ি মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা রক্তাক্ত করেছে। এ সময় বিবাদীদ্বয় বিভিন্ন রকম হুমকি ধামকি দিয়া থাকে।

ভুক্তভোগীর ভাই সবুজ ভুঁইয়া বলেন আমার বাবার মৃত্যুর পর মিরাজগণ আমাদের মালিকীয় ভোগদখলীয় সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা ও আমাদেরকে বাড়ী থেকে উচ্ছেদ করার পাঁয়তারা করে আসছে এবং বাড়ীর ডিপ টিউবওয়েল এর পানি প্রাণ করতে দিচ্ছে না। বৃষ্টির সময় মিরাজের বসত ঘরের টিনের ছাউনির পানি ও বিল্ডিংয়ের ছাদের পানি আমাদের বসত ঘরের জানালা বেড়ার ব্যাপক ক্ষতিসাধন করছে। তাকে টিনের চালের মধ্যে নর্দমা দেওয়ার অনুরোধ করিলেও কোনরূপ কর্নপাত করছে না। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কে জানিয়ে কোন প্রতিকার পাইনি। গত শুক্রবার সকালে আমরা রান্না ঘর মেরামত করতে গেলে মিরাজের স্ত্রী ও সন্তান আমার মা ও ছোট বোন কে মারধর করে। তিনি আরো বলেন তাদের অত্যাচার নির্যাতনের কারণে বাড়ীঘরে শান্তিতে বসবাস করতে পাচ্ছি না। আমি পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এর বিচার দাবি করছি ।

মিরাজ হোসেনকে মারামারি ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি আরো বলেন
আমার পরিবারের কেউ তাদের গায়ে হাত তোলেনি। সবুজরা তাদের ঘরের উত্তর সীমা পর্যন্ত ইটের গাঁথুনি ও টিন দিয়ে বেড়া দিয়ে রেখেছে। আমার বিল্ডিংয়ের ছাদের পানি কিভাবে তাদের ঘরের বেড়া জানালা যাবে?

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ