ক্রাইম বাংলা ডেস্ক কিম জং আনের স্বাস্থ্য নিয়ে যেসব গুজব ছড়িয়েছিল তার সবই ভিত্তিহীন, এবং তার যে হৃৎপিণ্ডের অপারেশন হয়েছে এমন কোন চিহ্নও দেখা যায় নি – বলছে দক্ষিণ কোরিয়ার গুপ্তচর সংস্থা।
উত্তর কোরিয়ার নেতা কিম জং আনকে সম্প্রতি একটানা ২০ দিন জনসমক্ষে দেখা না যায়নি, এবং গত ১৫ই এপ্রিল তার পিতামহের জন্মদিনের মত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন না।
ছয়দিন পর উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা লোকেরা চালায় এমন একটি ওয়েবসাইটের খবরে দাবি করা হয় যে কিম জং আনের হৃদযন্ত্রের সমস্যা খারাপ দিকে মোড় নিয়েছে।
এর পর কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও খবর বেরোয় যে তার অবস্থা “সংকটজনক”হয়ে পরে ।
You cannot copy content of this page