
নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে পাঠানো আনুষ্ঠানিক শোকবার্তা তারেক রহমানের হাতে তুলে দেন তিনি।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শোকবার্তা হস্তান্তরের সময় তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদসহ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে একই দিন বেলা ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান এস জয়শঙ্কর। ঢাকায় পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ এবং শেষ শ্রদ্ধা জানাতেই এই সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, সাক্ষাতে ভারতের পক্ষ থেকে গভীর সমবেদনা ও শ্রদ্ধার বার্তা তুলে ধরা হয়। সেখানে বলা হয়, “এই শোকের মুহূর্তে ভারতের সরকার ও জনগণ বাংলাদেশের মানুষের পাশে রয়েছে।”
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই সাক্ষাৎ কেবল আনুষ্ঠানিক সৌজন্যের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মানবিক ও কূটনৈতিক দিককে নতুনভাবে তুলে ধরেছে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি ভারতের কোনো মন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর হওয়ায় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি বাড়তি গুরুত্ব পাচ্ছে।