• বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফেব্রুয়ারি-এপ্রিলকে লক্ষ্য রেখেই নির্বাচন প্রস্তুতি নিচ্ছে কমিশন: সিইসি,,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ সাংবাদিক পরিবারকে সম্মাননা দিচ্ছে তথ্য মন্ত্রণালয়,,,,,দৈনিক ক্রাইম বাংলা রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন মার্কিন ডলার,,,,,দৈনিক ক্রাইম বাংলা স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা,,,,,,দৈনিক ক্রাইম বাংলা বার্তা প্রবাহ পত্রিকা সন্মাননা স্মারক গ্রহণ করেন সাংবাদিক মামুনুর রশীদ নোমানী/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কিশোরীর রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। মহিপুরে দুই শিক্ষার্থী বহিস্কার/দৈনিক ক্রাইম বাংলা।। আরাফাত জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারে ভুল চিকিৎসায় একাধিক নারীর মৃত্যু,অর্থের বিমিময়ে ধামাচাপা অভিযোগ,,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় ৬ হাজার কৃষক পেল বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিনে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ আর্থিক সহায়তা বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।।


লালমোহনে এক প্রভাবশালী পরিবারের অত্যাচারে অতিষ্ঠ আবাসনবাসী মারপিটে আহত ৪।

রিপোর্টার: / ৩৩৭ পঠিত
আপডেট: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১


লালমোহন প্রতিনিধিঃ
লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাদাপুল এলাকার পাতাবুনিয়া নর্থ গজারিয়া আবাসনের নুর জাহান ও তার দুই ছেলের অত্যাচার নির্যাতনের ওই আবাসনের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা খুব অসহায় হয়ে পড়েছে। আবাসনের পুকুর প্রতি বছর নুর জাহান, তার ছেলে ইমরান ও মানিক বিক্রি করে মোটা অংকের টাকা নিয়ে যায়। কোনো হিসাব দেয় না। বেশি দামে বিক্রি করে কম শোনায়। সেখান থেকেও দালালী নেয়। এবছর আবাসনের বাসিন্দারা নুর জাহান ও তার ছেলের মাধ্যমে পুকুর বিক্রি করবে না বলে জানিয়ে দিলে এতে ক্ষিপ্ত হয়ে ছলেমান, নাসিমা, নুপুর, ইয়ামিনকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে তাদেরকে লালমোহন হাসপাতালে এনে চিকিৎসা করানো হয়। ১৯ জানুয়ারি বিকালে নুর জাহান ও তার ছেলে তাদের ঘরের সামনে দিয়ে যাতায়াত করার সময় ছলেমান, নাসিমা, নুপুর ও ইয়ামিনকে ঘরের সামনে পথরোধ করে এবং ঘরে তুলে নিয়ে মারপিট করে। এর আগেও তাদের ঘরে সামনে দিয়ে যাতায়াত করার সময় কুলসুম, ইয়ানুর, হোসনে আরা, রহমত আলী, নাহার, মরিয়ম সহ আরো কয়েকজনকে বেদম পিটিয়ে আহত করেছে। মাইর খেয়ে বিচার পর্যন্ত চাইতে পারে না। আবাসন থেকে বের করে দেয়ার হুমকি দেয় এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে হয়রানি করতে থাকে। মামলায় জড়িয়ে জেল খাটাবে, পিটিয়ে হাত পা ভেঙে এলাকা থেকে তাড়িয়ে দেবার হুমকি ধামকি দেয়। মারপিটের সময় স্বর্ণালংকার ও সাথে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়। এদের অন্যায় অপরাধের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে খেসারত দিতে হয়। তার কাছে আবাসনবাসী জিম্মি হয়ে পড়েছে। আবাসনে বাসিন্দাদের ফাঁদে ফেলে তাদের থেকে টাকা আদায় করার অভিযোগ রয়েছে। নুর জাহানের স্বামীর বাড়ি নোয়াখালী। স্বামী মারা যাওয়ার পর থেকে এখানে থাকে। আবাসনের পাশেই তার বাপের বাড়ি। নুর জাহান আবাসনের গরিব অসহায় মানুষের উপর প্রভাব বিস্তার করে এবং কথায় কথায় গালিগালাজ করে, মারপিট করে। তার মারধর ও অত্যাচার থেকে রেহাই পায়নি আবাসনের কেউ। সে মারপিট করে আবার উল্টো অভিযোগ দায়ের করে দেয়। আবাসনের বাসিন্দারা নুর জাহান ও তার ছেলেদের অত্যাচার অবিচার থেকে রেহাই পেতে চায়। তারা এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়, উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ