লালমোহন প্রতিনিধিঃ
কবি, নাট্যকার, প্রাবন্ধিক ও একাধিক বইয়ের প্রণেতা মো. নুরুল আমিন কে উপকূল সাহিত্য সংসদ, ভোলা’র কার্য নির্বাহি কমিটির সহ-সভাপতি পদে অন্তর্ভুক্তির জন্য সুপারিশ করেছেন, উসাস’র ৫ সদস্যের উপদেষ্টামন্ডলি। সম্মতিপত্রে কমিটির পক্ষে স্বাক্ষর করেছেন উসাস’র সভাপতি নীহার মোশারফ ও সাধারণ সম্পাদক গাজী মো. তাহেরুল আলম।
ইতোপূর্বে ঘোষিত কমিটিতে এ পদটি শূণ্য রাখা হয়।
কার্যকরি কমিটি উসাস’র উপদেষ্টামন্ডলির সুপারিশের যথাযোগ্য সম্মানপ্রদর্শন পূর্বক আজ রবিবার (২৪ জানুয়ারি ২০২১) নুরুল আমিনকে উসাস নির্বাহি কমিটির সহ-সভাপতি পদে অন্তর্ভুক্তির সম্মতি দিয়েছেন। তাঁর প্রতি শুভকামনা।
You cannot copy content of this page