ঢাকা প্রতিনিধি : করোনায় আক্রান্ত শীর্ষ দশ জেলার মধ্যে থাকা জামালপুরের ৪০ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
শুক্রবার (৮ মে) বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পাট প্রতিমন্ত্রী মির্জা আজম সুস্থদের ফুল দিয়ে অভিনন্দন জানান। জামালপুরে আক্রান্তদের শেখ হাসিনা মেডিক্যাল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে।মির্জা আজম এক ভিডিও বার্তায় বলেন, স্বাস্থ্যকর্মীদের ত্যাগ আর অসীম সাহসিকতার জন্যই আজ এতোগুলো রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। এজন্য জেলা স্বাস্থ্য বিভাগ ও মেডিক্যাল কলেজের সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন ও ধন্যবাদ জানাই। সরকার থেকে যদি স্বাস্থ্যকর্মীদের কোনো খেতাব বা পুরস্কার দেওয়া হয় জামালপুরের স্বাস্থ্য বিভাগে নিয়োজিতদের জন্যও তা দাবি করবো।