খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৩ জন। যা এ বিভাগে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। শুধু তাই নয়, দৈনিক আক্রান্তের হিসাবে আজ ঢাকাকেও ছাড়িয়ে গেছে খুলনা।
এর আগে খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছিল গত বুধবার (১৬ জুন)। ওইদিন ৮১৮ জনর দেহে করোনা ধরা পড়ে। তবে এই প্রথমবারের মতো বিভাগটিতে ২৪ ঘণ্টায় হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন বলে শুক্রবার (১৮ জুন) দুপুরে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা।