• রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলগাছীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। মাদ্রাসায় না এসে ও নিয়মিত বেতন-ভাতা নিচ্ছেন প্রভাষক মাওঃ লোকমান।/দৈনিক ক্রাইম বাংলা।। মুন্সীগঞ্জের শ্রীনগরে ফিতা ও কেক কেটে রেইনবো এক্সক্লুসিভ (আরএফএল)-এ শো-রুম শুভ-উদ্ভোধন/দৈনিক ক্রাইম বাংলা।। রিয়ার অ্যাডমিরাল সোহায়েল কানাডায়” খবরটি গুজব, জানাল কারা অধিদপ্তর,,, নির্বাচন নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি’ — ইসি সচিব আখতার আহমেদ,,, বিপদের বন্ধু ঘরের ডাক্তার, তার নাম গ্রাম ডাক্তার” — কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পরিচিতি সভায় মানবতার সেবায় ঐক্যবদ্ধ গ্রাম চিকিৎসকরা,,,, দৈনিক বাংলাদেশ বাণীর শ্রেষ্ঠ প্রতিনিধি নির্বাচিত হলেন প্রবীণ সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,,, বাউফলে হাতপাখার প্রার্থী আব্দুল মালেক আনোয়ারীর নেতৃত্বে এক হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন,,,, শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস,,, প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা যমুনায় যেতে চাইলে শাহবাগে আটকে দেয় পুলিশ,,,

লকডাউন ও বিধিনিষেধ দিয়েও কমছে না সংক্রমণ ও মৃত্যু

রিপোর্টার: / ২৯৪ পঠিত
আপডেট: রবিবার, ২০ জুন, ২০২১

কয়েক দফা কঠোর লকডাউন ও বিশেষ বিধিনিষেধেও কমছে না চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ ও মৃত্যু। গত সপ্তাহে করোনা সংক্রমণ কিছুটা কমলেও চলতি সপ্তাহে আবারো সংক্রমণ ঊর্ধ্বমূখি। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। স্থানীয় প্রশাসন বলছে,জেলাবাসী সচেতন না হওয়ায় বাড়ছে সংক্রমণ ও মৃত্যু।

চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে প্রথম ও দ্বিতীয় দফায় মোট ১৪ দিনের কঠোর লকডাউন এবং তৃতীয় দফায় বিশেষ বিধিনিষেধ আরোপ করে স্থানীয় প্রশাসন।

স্থানীয়রা জানান, কঠোর লকডাউনে প্রশাসনের কঠোর তৎপরতা থাকায় সংক্রমণ কিছুটা কমে আসে। কিন্তু শিথিল করে বিশেষ বিধিনিষেধ আরোপ করে শহরে ঢিলেঢালা তৎপরতা চলছে। আর গ্রামে প্রশাসনের তৎপরতা নেই বললেই চলে। এই সুযোগে মানুষ সামাজিক দূরত্ব ও মাস্ক ছাড়াই চলাফেরা করায় সংক্রমন ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, কঠোর বিধিনিষেধে প্রশাসন সর্বোচ্চ তৎপরতায় থাকলেও এখনও যাদের করোনা হয়নি তারা করোনা বিশ্বাস না করায় সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। যারা এখনো করোনায় আক্রান্ত হয়নি তারা মনে করে করোনা কোন অসুখই না, এটা কোন ব্যাপারই না। কিন্তু যখনই আক্রান্ত হয় তখনই কিন্তু তারা একটা বিপদ ডেকে আনে।

নিজ থেকে সচেতন না হলে প্রশাসন সবকিছু করতে পারবে না জানিয়ে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে আইসিইউ না থাকায় সংকটাপন্ন রোগীগুলোকে রাজশাহীতে পাঠাতে হচ্ছে। জেল জরিমানা দিয়ে আসলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব না। জনগণের মধ্যে নিজের পরিবার এবং সমাজের জন্য যে দায়বদ্ধতা এটাকে যদি উদ্বুদ্ধকরা না যায় তাহলে মুশকিল।

আর পার্শ্ববতী জেলা রাজশাহী, নওগাঁ ও নাটোরে সংক্রমণ এখনও উর্ধ্বমুখি হওয়ায় আগামী ২৩শে জুন পর্যন্ত কঠোর বিধিনিষেধ আবারো বাড়ানো হয় জেলায়।  চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের হার ২২ দশমিক দুই চার শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ