ফিচার সংবাদঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘ট্রিবিউট টু রবীন্দ্রনাথ ট্যাগোর: এ রে অব হোপ থট ট্যাগোরস ফিলোসফি’ শীর্ষক আয়োজন উদযাপন করেছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি)।
শুক্রবার (৮ মে) রাতে আয়োজনটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আইজিসিসি’র পেইজে সম্প্রচার করা হয়। বৈশ্বিক করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এবার রবীন্দ্রজয়ন্তী উদযাপন করা হয় অনলাইনে।আয়োজনের শুরুতে সকলকে শুভেচ্ছা জানান আইজিসিসি’র পরিচালক ড. নীপা চৌধুরী। এরপর শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রনাথের ‘হে নূতন দেখা দিক আর-বার’ গানটি পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং আয়োজন সঞ্চালনা করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।