এম.জাফরান হারুন, নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী:: পটুয়াখালী দুমকি উপজেলার লেবুখালী পায়রা সেতু ব্রীজের টুলবক্স এর দক্ষিন পাশে পুলিশের চেকপোস্ট করা কালীন সময় ০১ কেজি গাঁজা সহ ০২ জনকে আটক করেছে দুমকি থানা পুলিশ।
থানা পুলিশ জানান, শুক্রবার (০১ অক্টোবর ) দিবাগত রাত দেড়টার দিকে এস.আই (নিঃ) উত্তম কুমার ভাট ও সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্ট পরিচালনা করা কালীন (১) বিপ্র বল (২৪), ঝালকাঠি সদর থানার কৃত্তিপাশার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা দুলাল চন্দ্র বলের ছেলে ও (২) মানিক হাওলাদার (৩২), বাউফল উপজেলা বগা বাজার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা সুধীর চন্দ্র হাওলাদার এর ছেলেকে ০১ কেজি গাঁজা সহ আটক করা হয়।
ধৃত আসামিদের বিরুদ্ধে দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন- ২০১৮ এর ৩৬ (১) এর ১৯(ক) এর ধারায় মামলা নং- ১- /০২/১০/২০২১ ইং তারিখ রুজু করে আসামিদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
You cannot copy content of this page