মোঃ রাকিবুল ইসলাম, বরিশাল মাহমুদিয়া মাদ্রাসা শিক্ষক মাওলানা আবুল হাসানাত সাহেবের বড় ছেলে মো: সাজ্জাদ হোসেন ও তার সহপাঠী আলীফ হোসেন কে বরিশাল লঞ্চ টার্মিনালে এডভান্সার ১ লঞ্চ থেকে উদ্ধার করা হয়। তাদের পরিবারের সাথে কথা বলে জানা যায় তারা ঝালকাঠির খানকায়ে কেরামতিয়া মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগে পড়াশোনা করত। তারা গত২৮/০১/২০২২ তারিখ শুক্রবার মাদ্রাসা থেকে পালিয়ে যায় তারপর তারা বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চে ঢাকা যায় পরবর্তীতে তারা বরিশালগামী লঞ্চে বরিশাল ফিরে আসে। অবশেষে তার পরিবারের সকলে খোঁজাখুঁজির পরে এডভান্সার ১ লঞ্চে তাদের সন্ধান মিলে। লঞ্চের এর স্টাফ ও স্থানীয় লোকজন তাদের পরিচয় শনাক্ত করার পরে তাদের পরিবারের কাছে তুলে দেয়।
You cannot copy content of this page