বিশেষ প্রতিনিধি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপার নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে জাটকা ইলিশ নীধন বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা সদর বাজার, মৌলভীরচর বাজার, আমীরের ব্রীজ সংলগ্ন বাজার, গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজার ও কানাইরটেক বাজার সহ মোট পাচটি হাট/বাজার ঘুরে অভিযান পরিচালনা করেন ইউএনও। অভিযানে দুই জাটকা বিক্রেতার কাছ থেকে নগদ ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৫০ কেজি জাটকা ইলিশ জব্দের পর তা বিভিন্ন মাদ্রাসার এতিমখানায় বিতরন করা হয়। অভিযানের অন্যরা হলেন-উপজেলা মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান, চরভদ্রাসন থানার এসআই আঃ মোমিন, মোবাইল কোর্ট পেশকার মোঃ সাদ্দাম হোসেন, চার পুলিশ কনস্টেবল ও আনসার ব্যাটলিয়ন সদস্যবৃন্দ।
জানা যায়, সম্প্রতী, উপজেলার বিভিন্ন হাট/বাজারে জাটকা ইলিশ বেচাকেনা চলছিল। তাই উপজেলা জুড়ে বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন ইউএনও। অভিযানে দুই জাটকা বিক্রেতাকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা ইলিশগুলো উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ এরশাদিয়া রাব্বি হাফিজিয়া মাদ্রাসার এতিমখানা, বেপারী ডাঙ্গী গ্রামের মাদ্রাসায়ে সুফ্ফা এবং সদর ইউনিয়নের দর্জির মোড় নামক এলাকার দারুল উলুম মাদ্রাসার এতিমখানায় বিতরন করে।
You cannot copy content of this page