চট্টগ্রামের হাটহাজারী- নাজিরহাট মহাসড়কে পৃথক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ ৮ ব্যাক্তি আহত হয়েছে।শুক্রবার মহাসড়কের চারিয়া বোর্ডস্কুল, বালুরটাল, মনিয়াপুরের উত্তর পার্শ্বে ও গত বৃহস্পতিবার সন্ধ্যায় মনিয়াপুকুর বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। উপস্থিত লোকজন দূর্ঘটনায় আহতদের উদ্ধার উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স, চমেক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করেন। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে দশটায় ফটিকছড়ি থেকে মোঃ সাকিব ও মোঃ আব্বাস মোটরসাইকেল যোগে হাটহাজারীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে ওই স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দুইজনের পায়ের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন। অপরদিকে বিকালের দিকে মহাসড়কের বালুরটাল এলাকায় অটোরিকসা ( সিএনজি) ও মোটরসাইকেল সংর্ঘষে তিন মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করেন। বোর্ড স্কুল এলাকায় দূর্ঘটনায় আহতরা হলেন, ফটিকছড়ি উপজেলার বাড়ইয়ারহাট এলাকার আবদুর শুক্কুরের ছেলে মোঃসাকিব (১৯ ও মোঃ নূরুচ্ছাবার ছেলে মোঃ আব্বাস (১৭).বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক নুরে আলম দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি আটক করা হয়েছে বলে
You cannot copy content of this page