• মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অধ্যাদেশের ৮০% কাজ শেষ, সাত কলেজের আন্দোলন স্থগিত কলাপাড়ায় মসজিদের কাজে বাঁধা।। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বাড়ছে অবৈধ আগ্নেয়াস্ত্রের উদ্বেগ মিথ্যা মামলার বেড়াজালে পড়ে নিঃস্ব হয়ে ন্যায় বিচার পেতে বিভিন্ন দপ্তরে দরখাস্ত/দৈনিক ক্রাইম বাংলা।। আইনজীবী ও বিচারক একই পাখির দু’টি ডানা। বিচার প্রার্থী মানুষ ন্যায় বিচার পাবে এদের সমন্বয়ে’ ………মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি জেবিএম হাসান/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে কাঠের ব্রীজই লক্ষাধিক মানুষের চলাচলের ভরসা/দৈনিক ক্রাইম বাংলা।। যথার্থ জুলাই যোদ্ধা ও মুক্তিযোদ্ধারা সরকারী রেভিনিউ পাক …..উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতিক/দৈনিক ক্রাইম বাংলা।। রিও প্রগতি মানবতা অ্যাওয়ার্ডে ভূষিত ‘আমরা কলাপাড়াবাসীথ সংগঠন/দৈনিক ক্রাইম বাংলা।। চার্জশিটে নাম আসা ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনা সদর কলাপাড়ায় বিনামূল্যে টাইফয়েড টিকা পাচ্ছে ৭২ হাজার ৪৩০ শিশু

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে পানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৮১ পঠিত
আপডেট: শুক্রবার, ৩ জুন, ২০২২

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করতে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন।

তারই ধারাবাহিকতায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (২ জুন) সকাল ৯ টা থেকে শুরু কটে নির্বাচনের ভোট গ্রহণ  চলে দুপুর ১ টা পর্যন্ত।

এতে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর চলে ভোট গ্রহণ। এ সময় ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে হৈ-হুল্লোড়ের ও আনন্দ করতে দেখা গেছে।

সরেজমিনে বিভিন্ন স্কুলে গিয়ে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছে। সেখানে নির্বাচন কমিশনারকেও দায়িত্ব পালন করতে দেখা গেছে। ভোটকেন্দ্রে কাজ করছে সহকারী পিজাইডিং অফিসার, পোলিং কর্মকর্তারা।

নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে পোস্টার টাঙানো হয়েছে। প্রার্থীরা পোস্টার ছাপিয়ে নির্বাচন প্রচারণা করতে দেখা গেছে। এছাড়াও পছন্দের প্রার্থীদের পক্ষে অনন্য শিক্ষার্থীদের মিছিল করতেও দেখা যায়।

পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনের প্রার্থী শিক্ষার্থী মেহেরুবা পারভেজ কথা বলেন, আমি তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করি। আমি নির্বাচনের প্রার্থী। বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে শিক্ষকদের সহযোগিতায় কাজ করে যাবো। ইনশাআল্লাহ আমি নির্বাচনে জয়ী হব।

পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আক্তার খুকু বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক মনোভাব বিকাশ ঘটাতে এই কাউন্সিল নির্বাচনের আয়োজন। এতে শিক্ষার্থীদের মেধা আরও তরান্বিত হবে। আমাদের স্কুলে ১শ’ ৮৩জন শতাধিক ছাত্রছাত্রী আছে। তাদের মধ্যে আজ ১১ জন নির্বাচনে লড়ছে। সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলে।

ভোট গণনা শেষে ১১ জন প্রার্থীর মধ্যে মোট ৭জন প্রার্থী জয়লাভ করে। এরমধ্যে পঞ্চম শ্রেণীতে ২ জন, চতুর্থ শ্রেণিতে ৩ জন এবং তৃতীয় শ্রেণিতে ২ জন বিজয়ী হয়।

বিজয়ীরা হল পঞ্চম শ্রেণির সামি রহমান, রুমি আক্তার। ৪র্থ শ্রেনীর রুবাইয়া জান্নাত, রেদওয়ান ফুয়াদ, তানিশা মৃন্ময়ী। তৃতীয় শ্রেণীর মেহেরুবা পারভেজ কথা, সাদিয়া সুলতানা মৌতিমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ