ক্রাইম বাংলা ডেক্স বাংলাদেশের স্যাটেলাইট টেলিভশনের যাত্রার শুরুর দিন থেকে আজ পর্যন্ত সংবাদ রিপোর্টিং এবং সংবাদ উপস্থাপনায় কোটি কোটি দর্শকের কাছে সুপরিচিত, জনপ্রিয় এবং টেলিভশন পর্দার আইকন হিসেবে পরিচিত রাশেদ কাঞ্চন। তিনি আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। এই বিশেষ দিনে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত রাশেদ কাঞ্চন।
সংবাদ পরিবেশনায় আধুনিকতার মিশেলে বৈচিত্র আনার কারণেই ব্যাপক দর্শক নন্দিত হন রাশেদ কাঞ্চন। এছাড়া জীবন বাজি রেখে ২০০৩ সালে ইরাকের রণাঙ্গনের রিপোর্টিং তাকে দেশ-বিদেশে সাংবাদিকতার অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। লাভ করেন জাতীয় ও আন্তর্জাতিক বহু পুরস্কার। যুদ্ধ কাভারেজের অভিজ্ঞতা বর্ণনার জন্য আমন্ত্রিত হন এবং বক্তব্য রাখেন পৃথিবীর বহু বিশ্ববিদ্যালয়ে।
অতিথী পরায়ণ, সদা হাস্যোজ্জল, চিরসবুজ, ঈর্শ্বনীয় বিনয় এবং কর্মদক্ষতার কারণে রাশেদ কাঞ্চন কর্মজীবনে অনেকের কাছেই আইডলে পরিণত হয়েছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তিনি রুচিশীল ও আধুনিক মনস্ক মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে ব্যাপক জনপ্রিয়। এই কর্মবীরের জন্মদিনে তার জন্য রইল অসীম শুভেচ্ছা আর শুভকামনা।
বর্তমানে রাশেদ কাঞ্চন জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এ টিভির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
You cannot copy content of this page