রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন এর উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘বিজয়’ এর বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
(১৬ ডিসেম্বর) শুক্রবার রামগড় বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন হাফেজ আহমদ ভূঁইয়া সভাপতি খাগড়াছড়ি জেলা বিএনপি ও সভাপতি রামগড় উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মোহাম্মদ আলাউদ্দিন সাধারন সম্পাদক রামগড় পৌর বিএনপি,মোহাম্মদ শেফায়েত উল্যাহ ভূঁইয়া সাংগঠনিক সম্পাদক,রামগড় উপজেলা বিএনপি, মোঃ ইব্রাহিম খলিল প্রকাশনা বিষয়ক সম্পাদক জেলা বিএনপি, মহিউদ্দিন হারুন সাবেক যুগ্ন সম্পাদক রামগড় উপজেলা বিএনপি। মোঃ কামাল উদ্দিন সভাপতি,রামগড় উপজেলা কৃষক দল। শাহ আলম বাদশা আহবায়ক, উপজেলা যুবদল রামগড়।জামাল উদ্দিন শামিম আহবায়ক রামগড় পৌর যুবদল প্রমূখ। রামগড় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্হিত ছিলেন। সভায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্রের প্রবক্তা বীর মুক্তি যোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ সকল সূর্য্য সন্তানদের স্বাধীনতা যুদ্ধে অবদানের কথা বিনম্র শ্রদ্ধার সাথে স্বরন করা হয়। বিভিন্ন বক্তাদের বক্তব্যে স্বাধীনতা সংগ্রামে দেশ স্বাধীন এবং গনতন্রের জন্য যে যুদ্ধ হয়েছিল সে গনতন্র পূনঃরুদ্ধারে দেশ মাতৃকায় সকলকে আন্দোলনে শরিক হওয়ার আহবান জানানো হয়।