• রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শাহ ছুফি মমতাজীয়া দরবার শরীফে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি প্রার্থী/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় আবারো মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ার মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। ধানের শীষের সমর্থনে কলাপাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ১৯ মাস পর সুমন হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। পত্নীতলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত/দৈনিক ক্রাইম বাংলা।। জ্বালানি ও বিদুৎ মহাপরিকল্পনা খসড়া বাতিলের দাবিতে নাগরিক সমাজের প্রতিবাদ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত-১/দৈনিক ক্রাইম বাংলা।। ধানের শীষে ভোটেই জনগণের ভাগ্য বদলাবে: মৌলভীবাজারে তারেক রহমান,, কলাপাড়ায় সাংবাদিকদের সাথে ১০ দলীয় জোট প্রার্থীর মতবিনিময় সভা/দৈনিক ক্রাইম বাংলা।।

লালমোহনে ঘর নির্মাণকে কেন্দ্র করে সাবেক মেম্বারকে পিটিয়ে আহত করার অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২০৪ পঠিত
আপডেট: রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

লালমোহন প্রতিনিধি।। ভোলার লালমোহনে জমিজমা বিরোধের জের ধরে ঘর নির্মাণকে কেন্দ্র করে রাতের আধারে বসত ঘর থেকে টেনে হেচড়ে কালমা ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার রফিক গাজীকে পিটিয়ে গুরুতর জখম পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গত শুক্রবার দিনগত রাত আনুমানিক দেড় টার
সময় এঘটনা ঘটে। এ ঘটনায় আহত রফিক গাজী অভিযোগ করে জানান, একই বাড়ির কয়ছর আহাম্মদ গংদের সাথে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে রফিক গাজীদের বাড়ির দখলিয় সম্পত্তি এস এ ৩৩৪ নং খতিয়ান দাগ নং – ১১১৪ জমিতে জোরপূর্বক ভাবে দখল করে ঘর উত্তলন করে কয়ছর আহম্মেদ ও তার ছেলে ইসমাইল পরে তিনি তাতে বাঁধা প্রদান করে বলেন যদি কোন ফয়সালা ছাড়া এ জমিতে ঘর করা হয় তহলে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।

এ নিয়ে শুক্রবার সন্ধায় একবার কথার কাটাকাটি হয়।পরে রাতে একা বাড়িতে ঘুমিয়ে পড়লে রাত আনুমানিক দেড় টার সময় তার ঘরের দরজা ভেঙে রফিক গাজী ৭৫ কে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে এলোপাতাড়ি মারপিট করতে থাকে কয়ছর আহম্মদ,ইসমাইল, নাগর,শামিম,জুয়েল,কানু,নুরনী, নাজমা,লোতফর,পারভীন, জাকির,হাচিনা সহ আরো কয়েকজন।পরে তাকে মারপিট করে গলার মাপলা পেঁচিয়ে শোয়াইয়ে বাগানের ভিতরে টেনে হেঁচড়ে পরে তার একটি পা ভেঙে দেয়। সাড়া রাত চিকিৎসা বিহীন ঘরে পরে থাকার পর সকালে আত্বীয় স্বজনরা সংবাদ পেয়ে তাকে লালমোহন হাসপাতালে ভর্তি করেন। করর্তব্যরত চিকিৎসক তাঁকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন।
এঘটনায় অভিযুক্ত কয়ছর আহম্মেদ এর নিকট জানতে চাইলে তিনি জানান, রফিক গাজী ও আমরা একই খতিয়ানের ওয়ারিশ দীর্ঘ ৩০ বছর আমরা ঢাকায় ছিলাম আমাদের জমিজমা রফিক কাগজ করে নিয়ে যায় এখন আমি তার নিকট জমির বুঝ চাইলে তিনি আমার নিকট দশ লক্ষ টাকা দাবি করেন।ঘটনারণ দিন আমি বাড়িতে ছিলামনা আমাদের পোলাপাইনদের সাথে ঝগড়া হয়েছে।
এঘটনায় আহতের পরিবার ন্যায় বিচার দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ