লালমোহন প্রতিনিধি।। ভোলার লালমোহনে জমিজমা বিরোধের জের ধরে ঘর নির্মাণকে কেন্দ্র করে রাতের আধারে বসত ঘর থেকে টেনে হেচড়ে কালমা ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার রফিক গাজীকে পিটিয়ে গুরুতর জখম পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার দিনগত রাত আনুমানিক দেড় টার
সময় এঘটনা ঘটে। এ ঘটনায় আহত রফিক গাজী অভিযোগ করে জানান, একই বাড়ির কয়ছর আহাম্মদ গংদের সাথে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে রফিক গাজীদের বাড়ির দখলিয় সম্পত্তি এস এ ৩৩৪ নং খতিয়ান দাগ নং – ১১১৪ জমিতে জোরপূর্বক ভাবে দখল করে ঘর উত্তলন করে কয়ছর আহম্মেদ ও তার ছেলে ইসমাইল পরে তিনি তাতে বাঁধা প্রদান করে বলেন যদি কোন ফয়সালা ছাড়া এ জমিতে ঘর করা হয় তহলে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।
এ নিয়ে শুক্রবার সন্ধায় একবার কথার কাটাকাটি হয়।পরে রাতে একা বাড়িতে ঘুমিয়ে পড়লে রাত আনুমানিক দেড় টার সময় তার ঘরের দরজা ভেঙে রফিক গাজী ৭৫ কে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে এলোপাতাড়ি মারপিট করতে থাকে কয়ছর আহম্মদ,ইসমাইল, নাগর,শামিম,জুয়েল,কানু,নুরনী, নাজমা,লোতফর,পারভীন, জাকির,হাচিনা সহ আরো কয়েকজন।পরে তাকে মারপিট করে গলার মাপলা পেঁচিয়ে শোয়াইয়ে বাগানের ভিতরে টেনে হেঁচড়ে পরে তার একটি পা ভেঙে দেয়। সাড়া রাত চিকিৎসা বিহীন ঘরে পরে থাকার পর সকালে আত্বীয় স্বজনরা সংবাদ পেয়ে তাকে লালমোহন হাসপাতালে ভর্তি করেন। করর্তব্যরত চিকিৎসক তাঁকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন।
এঘটনায় অভিযুক্ত কয়ছর আহম্মেদ এর নিকট জানতে চাইলে তিনি জানান, রফিক গাজী ও আমরা একই খতিয়ানের ওয়ারিশ দীর্ঘ ৩০ বছর আমরা ঢাকায় ছিলাম আমাদের জমিজমা রফিক কাগজ করে নিয়ে যায় এখন আমি তার নিকট জমির বুঝ চাইলে তিনি আমার নিকট দশ লক্ষ টাকা দাবি করেন।ঘটনারণ দিন আমি বাড়িতে ছিলামনা আমাদের পোলাপাইনদের সাথে ঝগড়া হয়েছে।
এঘটনায় আহতের পরিবার ন্যায় বিচার দাবি করেন।
You cannot copy content of this page