• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

কটিয়াদীতে ছাত্র হত্যা চেষ্টায় গ্রেপ্তার,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১১৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

কিশোরগঞ্জের কটিয়াদীতে তুচ্ছ ঘটনায় সাকিব হোসেন নামে এক ছাত্রকে ধারালো অস্ত্রদিয়ে হত্যার চেষ্টা করে মানিক মিয়া নামে এক ট্রাক চালক। এ সময় সাকিবের সঙ্গী মোটরসাইকেল আরোহী আতাউল্লাহ আল মবিনও আহত হয়। ঘটনাটি ঘটে বুধবার রাতে কটিয়াদী বাজারে অভিযুক্ত ট্রাক চালকের বাড়ির সন্নিকটে। আহত ছাত্র সাকিব হোসেন পৌর এলাকার চরিয়াকোনা মহল্লার জয়নাল আবেদীনের ছেলে এবং ঢাকা তিতুমীর কলেজের মাস্টার্স এর ছাত্র। এ ঘটনায় আহত আতাউল্লাহ আল মবিনের পিতা আতাউর রহমান বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে।

জানা যায়, সাকিব হোসেন এবং আতাউল্লাহ আল মবিন মোটর সাইকেলে বাজারে যাওয়ার সময় তাদের সামনে মানিক মিয়া ট্রাক চালিয়ে তার বাড়ির দিকে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে কোন ইন্ডিকেটর না দিয়েই তার বাড়ির সামনে গাড়ি ব্রেক করে। এ ঘটনায় মোটর সাইকেল চালক সাকিব ও আরোহী মবিন ট্রাক চালক মানিককে ইন্ডিকেটর না দিয়ে হঠাৎ গাড়ি ব্রেক করলো কেন? তাকে জিজ্ঞাসাবাদ করে। এ নিয়ে উভয়ের মাঝে তর্কাতর্কি কথা কাটাকাটির এক পর্যায়ে মানিক গাড়ির ভিতর থেকে ধারালো অস্ত্র বাহির করে সাকিবের উপর হামলা করে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছে।

সাকিবের পিতা জয়নাল আবেদীন বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আমার ছেলে মারাত্মক জখম হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। আঘাতটি যদি গলায় লাগতো তাহলে নিশ্চিত প্রানে মারা যেতো। আমি হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। কটিয়াদী মডেল থানার ওসি(তদন্ত) হাবিবুল্লাহ খান জানান, ট্রাক চালক মানিককে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ