
মৌলভীবাজারে নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণই বিএনপির রাজনীতির মূল শক্তি। তিনি বলেন, “লক্ষ-কোটি মানুষের শক্তিতেই বিএনপি রাজনীতি করে এবং ভবিষ্যতেও করবে।” জনগণের ভাগ্য পরিবর্তনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মৌলভীবাজারে আয়োজিত সমাবেশে তারেক রহমান বলেন, যারা মানুষকে বিভ্রান্ত করছে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার চেষ্টা করছে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি অভিযোগ করেন, ভোট চুরির নতুন ষড়যন্ত্র চলছে এবং এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।
ক্ষমতায় গেলে বিএনপির উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, খাল খননসহ নানা উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। চা বাগানের শ্রমিকদের জন্য আলাদা ফ্যামিলি কার্ড, মসজিদের মুয়াজ্জিন ও খতিবদের জন্য সম্মানী এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর ঘোষণাও দেন।
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে এবং সরকারের সমালোচনাও করতে পেরেছে। তিনি দাবি করেন, ধানের শীষের শাসনামলে গুম-খুনের সংস্কৃতি ছিল না।
বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, দেশ-বিদেশে কাজের জন্য প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান বিএনপি চেয়ারম্যান।
মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি নাসের রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলার বিভিন্ন আসনের বিএনপি প্রার্থীরা বক্তব্য দেন। এর আগে সিলেট আলিয়া মাদরাসা মাঠে জনসভা দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন তারেক রহমান।