• মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশীয় কাগজশিল্পের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হবে,,,,,,দৈনিক ক্রাইম বাংলা সার্কের স্থবিরতায় চীন-পাকিস্তানের নতুন জোট পরিকল্পনা, আলোচনায় বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা নির্বাচিত সরকারের সঙ্গে দ্রুত কাজ করতে চায় চীন: মির্জা ফখরুল,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই গণহত্যা: শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি সরাসরি সম্প্রচার কাল,,,,,দৈনিক ক্রাইম বাংলা এনবিআরে সব চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা—গ্রেজেট প্রকাশ,,,,,,দৈনিক ক্রাইম বাংলা ১ জুলাই : আওয়ামী লীগ শাসন পতনের অভূতপূর্ব সূচনা,,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালনে ব্যবস্থাপনা উপ-কমিটি গঠন বিএনপির,,,,,,দৈনিক ক্রাইম বাংলা প্লাস্টিক দূষণ প্রতিবেশ ব্যবস্থা ও বন্যপ্রাণীর জন্য হুমকি,,,,, দৈনিক ক্রাইম বাংলা স্মল লোনস, বিগ ড্রিমস : মুহাম্মদ ইউনূস, গ্রামীণ ব্যাংক এবং দি গ্লোবাল মাইক্রোফাইনান্স রেভল্যুশন শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন,,,,,, দৈনিক ক্রাইম বাংলা নির্বাচনী আচরণবিধির খসড়া: পরিবেশের জন্য ক্ষতিকর প্রচারপত্র, লিফলেট, ব্যানার ব্যবহার করা যাবে না,,,,,,দৈনিক ক্রাইম বাংলা


রংপুরে সাংবাদিক সাঈদ’র উপর হামলাকারীদের গ্ৰেফতারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২০৫ পঠিত
আপডেট: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২


নিজস্ব প্রতিবেদক: রংপুরে বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম মহাসচিব এবং রংপুর বিভাগীয় সভাপতি বিশিষ্ট সাংবাদিক দৈনিক নতুন স্বপ্নের সম্পাদক ও প্রকাশক আ: আজিজ চৌধুরী সাঈদ’র উপর হামলাকারী দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবিতে পুলিশ কমিশনার রংপুরের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ প্রেসক্লাব। সাংবাদিক সাঈদ’র হামলার ঘটনায় গেল ৫ দিনেও দুষ্কৃতকারীরা গ্রেপ্তার না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ। আজ শনিবার দুপুর ১২ টার দিকে পুলিশ কমিশনার রংপুরের কার্যালয়ে পুলিশ কমিশনার মোহা: আব্দুল আলীম মাহমুদ এর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ গোয়েন্দা শাখার উপ- পুলিশ কমিশনার (এসপি) আবু বকর সিদ্দীক।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল বিকেলে রংপুর মহানগরীর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সামনে সাংবাদিক সাঈদের ওপর হামলা চালায় চিহ্নিত দুস্কৃতিকারীরা। এ ঘটনায় চিহ্নিত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন সাংবাদিক সাঈদ। মামলা নং-৩০/২২ তারিখ-১২/০৪/২০২২ ইং।
এ বিষয়ে বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর জেলার সভাপতি ও রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক এনামুল হক স্বাধীন বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি মামলার হওয়া পাঁচ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা হয়নি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এসব দুষ্কৃতকারীরা। শুধু তাই নয় স্বার্থান্বেষী দুষ্কৃতিকারী মহলটি উল্টো সাংবাদিক সাঈদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে প্রশাসনের নাকের ডগায়। এতে বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগসহ সারাদেশের সাংবাদিকরা উদ্বিগ্ন ও ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ইতোমধ্যে অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি দেয়া হয়েছে। চলমান এই কর্মসূচির অংশ হিসেবে পুলিশ কমিশনার মোহা: আব্দুল আলীম মাহমুদ এর মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, দুষ্কৃতকারীদের গ্ৰেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ