বিশেষ করে রাস্তায় দু’পাশে জমে থাকা পানির মধ্যে ও কাদাযুক্ত বালির ওপরে প্রাইম কোট মেরে ও নিয়ম অনুযায়ী ১৬ মিলি করার কথা থাকলেও করছেন ৮ থেকে ৭ মিলি। স্থানীয়দের কারো কথা তোয়াক্কা না করে বরগুনা সড়ক ও জনপদ বিভাগের কর্মচারীর উপস্থিতিতে অবৈধ পন্থায় অনিয়মের মাধ্যমে কাজ করে যাচ্ছে । এলাকার সুশীল সমাজের ব্যক্তিরা জানান এই রাস্তা দিয়ে মঠবাড়িয়া পিরোজপুর ভান্ডারিয়া খুলনা যশোর ও সরিষামুড়ি বরগুনা যেতে হয় এটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। এ রাস্তার কাজে উপস্থিত থাকা বরগুনা সড়ক ও জনপদের সুপারভাইজার নিজামুদ্দিন বলেন, কাজে অনিয়ম দেখে বাধা দিয়েছি, তবে নিয়ম অনুযায়ী কাজ না করায় ভুল করেছে ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন। স্থানীয়দের আরোও অভিযোগ ঠিকাদার সিঠিউলমত কাজ করছে না। এব্যাপারে উক্ত কাজের ঠিকাদার রাজিব হোসেন মুঠোফোনে সাংবাদিকদের বলেন, আপনাদের চোখে যেটা অনিয়ম হয়েছে সেটার উপর লিখে আপনারা রিপোর্ট করে দেন। বদরখালী জনসাধারন এমতবস্থায় উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে বরগুনা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী বলেন রাস্তার কাজে কোনো অনিয়ম হলে এর দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
You cannot copy content of this page