• বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফেব্রুয়ারি-এপ্রিলকে লক্ষ্য রেখেই নির্বাচন প্রস্তুতি নিচ্ছে কমিশন: সিইসি,,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ সাংবাদিক পরিবারকে সম্মাননা দিচ্ছে তথ্য মন্ত্রণালয়,,,,,দৈনিক ক্রাইম বাংলা রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন মার্কিন ডলার,,,,,দৈনিক ক্রাইম বাংলা স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা,,,,,,দৈনিক ক্রাইম বাংলা বার্তা প্রবাহ পত্রিকা সন্মাননা স্মারক গ্রহণ করেন সাংবাদিক মামুনুর রশীদ নোমানী/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কিশোরীর রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। মহিপুরে দুই শিক্ষার্থী বহিস্কার/দৈনিক ক্রাইম বাংলা।। আরাফাত জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারে ভুল চিকিৎসায় একাধিক নারীর মৃত্যু,অর্থের বিমিময়ে ধামাচাপা অভিযোগ,,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় ৬ হাজার কৃষক পেল বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিনে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ আর্থিক সহায়তা বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।।


গৌরীচন্না সড়কে রিপেয়ারিং কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ বরগুনায় ।

রিপোর্টার: / ২৯৯ পঠিত
আপডেট: শুক্রবার, ২৬ জুন, ২০২০


মোঃজুলহাস মিয়া বরগুনা প্রতিনিধিঃবরগুনা সদর উপজেলার ১ নং বদরখালী ইউনিয়ন ফুলঝুড়ি টু ২নং গৌরিচন্না ইউনিয়ন সংযোগ সড়কে বহুল জনগুরুত্বপূর্ন রাস্তাটি চরম জনদূর্ভোগের পর রিপেয়ারিং কাজ শুরু হয়েছে। তবে কাজের মান নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কাজের নিয়োগপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান বৃষ্টির দিনেও রাস্তায় কাজের গুণগত মান ঠিক না রেখে দিব্যি কাজ চালিয়ে যাচ্ছেন এমনই অভিযোগ তুলেছে স্থানীয় এলাকাবাসী। রাস্তার দু’পাশে সাউড সোল্ডার ভরাট না করে ও রাস্তায় এজিং না বসিয়ে পুরাতন খানাখন্দের সৃষ্টি গর্তের মধ্যে শুধু মাত্র বালি ও আস্তো ইট দিয়ে কোন ধরণের ফিনিশিং কিংবা পরিস্কার না করে ময়লা ও কাঁদাযুক্ত রাস্তার মধ্যে রিপেয়ারিং কাজ অব্যাহত রয়েছে। নিম্নমানের রিপেয়ারিং ব্যাপক অনিয়ম নিয়ে এলাকার সচেতনমহল ফুঁসে উঠেছে।

বিশেষ করে রাস্তায় দু’পাশে জমে থাকা পানির মধ্যে ও কাদাযুক্ত বালির ওপরে প্রাইম কোট মেরে ও নিয়ম অনুযায়ী ১৬ মিলি করার কথা থাকলেও করছেন ৮ থেকে ৭ মিলি। স্থানীয়দের কারো কথা তোয়াক্কা না করে বরগুনা সড়ক ও জনপদ বিভাগের কর্মচারীর উপস্থিতিতে অবৈধ পন্থায় অনিয়মের মাধ্যমে কাজ করে যাচ্ছে । এলাকার সুশীল সমাজের ব্যক্তিরা জানান এই রাস্তা দিয়ে মঠবাড়িয়া পিরোজপুর ভান্ডারিয়া খুলনা যশোর ও সরিষামুড়ি বরগুনা যেতে হয় এটি জনগুরুত্বপূর্ণ রাস্তা।  এ রাস্তার কাজে উপস্থিত থাকা বরগুনা সড়ক ও জনপদের সুপারভাইজার নিজামুদ্দিন বলেন, কাজে অনিয়ম দেখে বাধা দিয়েছি, তবে নিয়ম অনুযায়ী কাজ না করায় ভুল করেছে ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন। স্থানীয়দের আরোও অভিযোগ ঠিকাদার সিঠিউলমত কাজ করছে  না। এব্যাপারে উক্ত কাজের ঠিকাদার রাজিব হোসেন মুঠোফোনে সাংবাদিকদের  বলেন, আপনাদের চোখে যেটা অনিয়ম হয়েছে সেটার উপর লিখে আপনারা রিপোর্ট করে দেন। বদরখালী জনসাধারন এমতবস্থায় উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে বরগুনা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী বলেন রাস্তার কাজে কোনো অনিয়ম হলে এর দ্রুত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ