• শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাউফলে ইয়াবাসহ যুবলীগ নেতা মেম্বার হারুন মৃধা আটক/দৈনিক ক্রাইম বাংলা।। সিরাজদিখানে ছাত্রী ধর্ষণচেষ্টা মামলার আসামী প্রধান শিক্ষক বিদ্যালয়ে জোরপূর্বক অনুপ্রবেশ, স্থানীয়দের ক্ষোভ!/দৈনিক ক্রাইম বাংলা।। পটুয়াখালী জেলায় ৪ স্কুলের সবাই ফেল, জেলায় গড়ে পাসের হার ৫৫.৭২ শতাংশ/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন প্রেসক্লাবের সম্পাদকের পুত্রের সাফল্য/দৈনিক ক্রাইম বাংলা।। জারিরদোনা ও তুলাতুলি খাল খনন নিয়ে জনমনে অসন্তোষ ,জলাবদ্ধতায় বিপন্ন কমলনগরের জনপদ/দৈনিক ক্রাইম বাংলা।। ঢাকার রাস্তায় দেশীয় প্রযুক্তির ট্রাফিক সিগন্যাল বাতি বসানোর উদ্যোগ,,,,,দৈনিক ক্রাইম বাংলা ১৫ আগস্ট থেকে কার্যকর হচ্ছে সিম ব্যবহারের নতুন নিয়ম,,,,,দৈনিক ক্রাইম বাংলা নির্বাচনে পক্ষপাতদুষ্ট বিদেশী পর্যবেক্ষকদের অনুমতি দেয়া হবে না: সিইসি,,,,,দৈনিক ক্রাইম বাংলা যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক বিষয়ে বৈঠকে ভালো ফলাফল প্রত্যাশা অর্থ উপদেষ্টার,,,,,,,দৈনিক ক্রাইম বাংলা অধ্যাপক ইউনূসের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাক্ষাৎ,,,,,,দৈনিক ক্রাইম বাংলা


কলাপাড়ায় ঝড়ে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মূখী করতে মহতী উদ্যোগ/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ১৪৮ পঠিত
আপডেট: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩


মোঃ নাহিদুল হক,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

ঝড়ে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মূখী করতে মহতী উদ্যোগ নিয়েছেন ম্যানেজিং কমিটি’র সভাপতি শাহিনা পারভীন সীমা।অসহায় একটি পরিবারের শিক্ষার্থী’র মাকে সেলাই মেশিন, শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল তুলে দিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গামুরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস রুমে বসে রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে এসব তুলে দেন তাদের হাতে।
জানা যায়, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামের দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধি পিতা হাবিবুল প্যাদা ও মাতা পারুল বেগমের দুই সন্তান স্থানীয় গামুরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে। ছেলে আবু সালেহ চতুর্থ শ্রেণীতে ও মেয়ে সুমাইয়া শিশু শ্রেণীতে অধ্যায়নরত রয়েছে। কিন্তু কয়েকদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় বিষয়টি সভাপতি শাহিনা পারভীন সীমার নজরে আসে। খোঁজ খবর নিয়ে তিনি জানতে পারেন ওই পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারনে তাদের সন্তানদের বিদ্যালয় পাঠাতে পারছে না। ওই শিক্ষার্থীদের উপার্জনের একটি ব্যবস্থা করে দিলে তারা বিদ্যালয়ে আসতে পারবে। তখন সভাপতি তার নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে ওই শিক্ষার্থীদের মা পারুল বেগমের হাতে একটি সেলাই মেশিন ও শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন। যাতে পারুল বেগম সেলাই মেশিন দিয়ে উপার্জন করতে পারে ও তার সন্তানদের নিয়মিতমবিদ্যালয় পাঠিয়ে লেখাপড়া চলমান রাখতে পারে।সেলাই মেশিন হাতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে অসহায় মা পারুল বেগম বলেন, আমার স্বামী একজন প্রতিবন্ধি। অর্থের অভাবে আমার সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করেছিলাম। কিন্তু সভাপতি আপা আমাকে একটি সেলাই মেশিন দিয়ে উপার্জন করার
ব্যবস্থা করে দিয়েছে। গামুরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণিমা রাণী বলেন, আপা সভাপতি হওয়ার পর থেকেই বিদ্যালয়ের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আজ একটি অসহায় পরিবারের দু’টি শিক্ষার্থীকে ঝড়ে যাওয়া থেকে রক্ষা করেছেন তিনি।

এবিষয়ে গামুরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র সভাপতি ওনউপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা বলেন, শিশু দু’টি খুবই
অসহায় একটি পরিবারের সন্তান। অর্থের অভাবে তাদের শিক্ষার পথ বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তাই ওদের মাকে একটি সেলাই মেশিন কিনে দিয়েছি। এছাড়া, ওই
শিক্ষার্থীসহ আরো কয়েকজন শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য একটি ফুটবল উপহার দিয়েছি। তিনি সমাজের সকল বিবেকবান ও স্বচ্ছল ব্যক্তিদের এবিষয়ে এগিয়ে আসার জন্য আহ্বান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ