
এস এম নাসির মাহমুদ, আমতলী (বরগুনা)।।
বরগুনার আমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে ইউসুফ( ২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ৩ অক্টোবর মঙ্গলবার বিকেলে উপজেলার ইসলামপুর পূজাখোলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইউসুফ বরগুনা জেলার আমতলী উপজেলার ইসলামপুর (পূজাখোলা) এলাকার আব্দুল হক খা- র ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্হানীয় সূএে জানা যায়। মঙ্গলবার বিকেলে ইউসুফ নিজের হামজা গাড়ী নষ্ট হলে পার্শ্ববর্তী বান্দ্রা বাজার ওয়ার্কশপে নিয়ে নিজেই সারানো এক পর্যায় বিদ্যুস্পৃষ্ট হন। পরে ইউসুফ কে স্হানীয় লোকজন কলাপাড়া উপজেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ইউসুফের এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বইছে।