• বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদ্রাসায় না এসে ও নিয়মিত বেতন-ভাতা নিচ্ছেন প্রভাষক মাওঃ লোকমান।/দৈনিক ক্রাইম বাংলা।। মুন্সীগঞ্জের শ্রীনগরে ফিতা ও কেক কেটে রেইনবো এক্সক্লুসিভ (আরএফএল)-এ শো-রুম শুভ-উদ্ভোধন/দৈনিক ক্রাইম বাংলা।। রিয়ার অ্যাডমিরাল সোহায়েল কানাডায়” খবরটি গুজব, জানাল কারা অধিদপ্তর,,, নির্বাচন নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি’ — ইসি সচিব আখতার আহমেদ,,, বিপদের বন্ধু ঘরের ডাক্তার, তার নাম গ্রাম ডাক্তার” — কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পরিচিতি সভায় মানবতার সেবায় ঐক্যবদ্ধ গ্রাম চিকিৎসকরা,,,, দৈনিক বাংলাদেশ বাণীর শ্রেষ্ঠ প্রতিনিধি নির্বাচিত হলেন প্রবীণ সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,,, বাউফলে হাতপাখার প্রার্থী আব্দুল মালেক আনোয়ারীর নেতৃত্বে এক হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন,,,, শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস,,, প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা যমুনায় যেতে চাইলে শাহবাগে আটকে দেয় পুলিশ,,, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে,,

সৃজনশীল ছবির জাদুকর সুনাম দেবনাথ 

রিপোর্টার: / ৪১১ পঠিত
আপডেট: বুধবার, ১৫ জুলাই, ২০২০

মোঃজুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধিঃছোট বেলার এই অভ্যাস আজ যেন স্বপ্নে পরিণত হয়েছে। ধীরে ধীরে ছবি আঁকার প্রতি সৃষ্টি হয় এই চিত্রশিল্পীর ভালোবাসা। আজ তার বাসার পুরো একটি রুমেই তার আঁকা ছবি দিয়ে ভর্তি। শুধু তার রুমেই নয় ঠাকুরগাঁওসহ বিভিন্ন জায়গায় রয়েছে তার হাতে আঁকা ছবি।

রঙ-তুলির মাধ্যমে যারা জগৎকে রাঙান, সুবোধকে তুলে ধরেন চিত্রপটে তারাই আমাদের কাছে তুলির জাদুকর। পৃথিবীজুড়ে বিভিন্ন সময়ে, বিভিন্ন দেশের তুলির যাদুকরেরা প্রতিনিয়ত টেনে যাচ্ছেন তাদের তুলি, সৃষ্টি করছেন নতুন নতুন চিত্রকর্ম। কিন্তু সেরাদের সেরা শিল্পীরা তাঁর রঙ তুলিতে কেবল তাঁর দেশেই খ্যাতি কুড়ান না, বরং তারা তাক লাগিয়ে দেন বিশ্ববাসীকেও। তাদের রঙ তুলিতে জানান দেয় তাদের অস্তিত্ব।
এমনই এক ফ্রিল্যান্স চিত্রশিল্পী এডভোকেট সুনাম দেবনাথ। আঁকাআঁকি নিয়ে কিছুটা সময় আড্ডা হয় তার সাথে, জানা হয় আঁকা-আঁকির পেছনের গল্প।
সুনাম দেবনাথ একজন এডভোকেট। স্বাধীন পেশায় থেকে প্রতিকৃতি ও প্রচ্ছদ শিল্পী হিসেবে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি।
কিছুদিন আগে নিজ হাতে আঁকা দু’টি চিত্রকর্ম নিলামে তুলেছিলেন তিনি। এবং নিলামের পুরো টাকা করোনা আক্রান্তদের চিকিৎসায় ‘হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা’ মেশিন কেনার জন্য ব্যয় করা হয়।
গতবছর ২৬ শে জুন বরগুনা সরকারি কলেজের সামনে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। এর কিছুদিন পরে পেন্সিল দিয়ে নিহত রিফাত শরীফের একটি ছবি আঁকেন সুনাম দেবনাথ, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়াও বেশকিছু দিন যাবত সুনাম দেবনাথের আঁকা কয়েকটি চিত্রকর্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রসংশিত হয়। এর মধ্যে বঙ্গবন্ধুর স্কেচ, প্রয়াত রাজনৈতিক- কিংবদন্তীদের স্কেচ, প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পীদের স্কেচ উল্লেখযোগ্য ছিলো বলে জানা যায় ।
আঁকআঁকি নিয়ে সম্পর্কে এমপি পুত্র সুনাম দেবনাথ বলেন, “ আমি প্রোফেশনাল চিত্রশিল্পী না, মনের খোরাক যোগাতেই রঙ তুলির জগতে আশা। জীবন বৈচিত্র্য, প্রকৃতি এবং মানুষ কে নিয়ে ভাবি আমি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ