• বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দশমিনায় বিরোধকে কেন্দ্র করে হামলা, তিনজন আহত/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে পান-সুপারির দোকানদার মুছা যখন ইয়াবা কারবারি/দৈনিক ক্রাইম বাংলা।। পটুয়াখালীতে লোহালিয়া নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। পায়রা বিদ্যুৎ কেন্দ্রের পুনর্বাসন পল্লীর বাসীন্দাদের সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখরিত হয়ে ওঠে কলাপাড়া শহর/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় লামিয়া হত্যা।। নিরীহদের মামলা থেকে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কোনো ষড়যন্ত্র বিএনপিকে থামাতে পারবে না। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে -হাফিজ ইব্রাহিম/দৈনিক ক্রাইম বাংলা।। ম্যানেজিং কমিটি থেকে বাদ রাজনৈতিক নেতারা, নতুন বিধান যুক্ত,,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় টিম সিগমা স্পোটিং ক্লাব’র কমিটি গঠন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষনের উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।।

সৃজনশীল ছবির জাদুকর সুনাম দেবনাথ 

রিপোর্টার: / ৩৮৬ পঠিত
আপডেট: বুধবার, ১৫ জুলাই, ২০২০

মোঃজুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধিঃছোট বেলার এই অভ্যাস আজ যেন স্বপ্নে পরিণত হয়েছে। ধীরে ধীরে ছবি আঁকার প্রতি সৃষ্টি হয় এই চিত্রশিল্পীর ভালোবাসা। আজ তার বাসার পুরো একটি রুমেই তার আঁকা ছবি দিয়ে ভর্তি। শুধু তার রুমেই নয় ঠাকুরগাঁওসহ বিভিন্ন জায়গায় রয়েছে তার হাতে আঁকা ছবি।

রঙ-তুলির মাধ্যমে যারা জগৎকে রাঙান, সুবোধকে তুলে ধরেন চিত্রপটে তারাই আমাদের কাছে তুলির জাদুকর। পৃথিবীজুড়ে বিভিন্ন সময়ে, বিভিন্ন দেশের তুলির যাদুকরেরা প্রতিনিয়ত টেনে যাচ্ছেন তাদের তুলি, সৃষ্টি করছেন নতুন নতুন চিত্রকর্ম। কিন্তু সেরাদের সেরা শিল্পীরা তাঁর রঙ তুলিতে কেবল তাঁর দেশেই খ্যাতি কুড়ান না, বরং তারা তাক লাগিয়ে দেন বিশ্ববাসীকেও। তাদের রঙ তুলিতে জানান দেয় তাদের অস্তিত্ব।
এমনই এক ফ্রিল্যান্স চিত্রশিল্পী এডভোকেট সুনাম দেবনাথ। আঁকাআঁকি নিয়ে কিছুটা সময় আড্ডা হয় তার সাথে, জানা হয় আঁকা-আঁকির পেছনের গল্প।
সুনাম দেবনাথ একজন এডভোকেট। স্বাধীন পেশায় থেকে প্রতিকৃতি ও প্রচ্ছদ শিল্পী হিসেবে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি।
কিছুদিন আগে নিজ হাতে আঁকা দু’টি চিত্রকর্ম নিলামে তুলেছিলেন তিনি। এবং নিলামের পুরো টাকা করোনা আক্রান্তদের চিকিৎসায় ‘হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা’ মেশিন কেনার জন্য ব্যয় করা হয়।
গতবছর ২৬ শে জুন বরগুনা সরকারি কলেজের সামনে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। এর কিছুদিন পরে পেন্সিল দিয়ে নিহত রিফাত শরীফের একটি ছবি আঁকেন সুনাম দেবনাথ, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়াও বেশকিছু দিন যাবত সুনাম দেবনাথের আঁকা কয়েকটি চিত্রকর্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রসংশিত হয়। এর মধ্যে বঙ্গবন্ধুর স্কেচ, প্রয়াত রাজনৈতিক- কিংবদন্তীদের স্কেচ, প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পীদের স্কেচ উল্লেখযোগ্য ছিলো বলে জানা যায় ।
আঁকআঁকি নিয়ে সম্পর্কে এমপি পুত্র সুনাম দেবনাথ বলেন, “ আমি প্রোফেশনাল চিত্রশিল্পী না, মনের খোরাক যোগাতেই রঙ তুলির জগতে আশা। জীবন বৈচিত্র্য, প্রকৃতি এবং মানুষ কে নিয়ে ভাবি আমি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ