বরিশাল দৈনিক ক্রাইম বাংলা ডেস্কঃ ঢাকা বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি বৈঠকে বসেছিল শনিবার(১৮জুলাই) বিকেলে। ভার্চুয়াল এই বৈঠক চলে দু’ঘণ্টাব্যাপী।বৈঠকে লন্ডন থেকে বরাবরের মতোই সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্তচেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করেননি দলের মহাসচিব। তবে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, মহাসচিব আমাকে জানাতে বলেছেন। বৈঠকে কয়েকটি শোক প্রস্তাব আনা হয়েছে।সভায় গত ১৭ জুলাই বাংলাদেশের বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদের ইন্তেকালে স্হায়ী কমিটি গভীর শোক প্রকাশ করে। সভা মনে করে যে অধ্যাপক এমাজউদ্দীন আহমদের মৃত্যুতে দেশ একজন বরণ্য রাষ্ট্র বিজ্ঞানী ও নিবেদিত প্রাণ শিক্ষাবিদকে হারালো। অধ্যাপক এমাজউদ্দীন শুধু শিক্ষাবিদই ছিলেন না, তিনি একজন স্বাধীনতা স্বার্বভৌমত্ব ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ছিলেন।এছাড়া সম্প্রতি মারা যাওয়া বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠকারী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের মৃত্যুতেও বিএনপির স্থায়ী কমিটি গভীর শোক প্রকাশ করেন বলে জানিয়েছেন